Bangladesh: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার আরও এক অভিনেত্রী

bangladesh actress sohana saba arrested

ঢাকা: গত অগাস্ট মাসের পর নতুন করে আগুন জ্বলে উঠেছে বাংলাদেশে৷ ‘বিপ্লবী’ ছাত্রদের তাণ্ডবে ধূলিস্মাৎ বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার হন প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন। গভীর রাতে অভিনেত্রী সোহানা সাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশ৷ শুক্রবার সকালে তাঁর পরিবারকে জানানো হয়েছে, সাবাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীকে৷ 

Advertisements

ধূলিস্মাৎ বঙ্গভবন

শেখ হাসিনা জমানায় ইতি পড়র পর থেকেই অস্থির পরিস্থিতি বাংলাদেশে। গত বুধবার থেকে নতুন করে অশান্তি মাথাচাড়া দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর হমানের স্মৃতিবিজড়িত বাড়ি তথা জাদুঘরে গিয়ে তাণ্ডব শুরু করে ‘বিপ্লবী’ ছাত্রদল৷ বাইরের ফটক ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে তাঁরা। তার পরেই সেখানে অগ্নিসংযোগ করা হয়৷ রাত ৯টার একটু আগে থেকেই দেখা যায় তিনতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃহস্পতিবার সকালেও চলে ধ্বংসযজ্ঞ৷ বঙ্গবন্ধু ভবন কার্যত ধুলিসাৎ করে ক্ষান্ত হয় তারা। এসবের মাঝেই বৃহস্পতিবার রাতে অভিনেত্রী সোহানা সাবার বাড়িতে হানা দেয় ঢাকা পুলিশ। প্রথমে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ 

Advertisements

আটক আফরোজ শাওন

বৃহস্পতিবার একই কারণে আটক হন বাংলাদেশের আরও এক অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তাঁকে ঢাকার বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ৷ তার আগে বিকালবেলায় অভিনেত্রীর ফিরোজপুরের বাড়িতে হামলা চালায় একদল মানুষ। দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও খবর মিলেছে৷