‘কূটনৈতিক টানাপোড়েন’ সরিয়ে রেখেই ভারত থেকে ১০০টন চাল কিনল বাংলাদেশ!

কলকাতা: ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে৷ হাসিনা জামানায় ইতি পড়ার পরই পদ্মাপাড়ে উঠেছে ভারত বিরোধী ঝড়৷ এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই রবিবার ভারতের কাছ থেকে…

bangaldesh imports rice from india

কলকাতা: ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে৷ হাসিনা জামানায় ইতি পড়ার পরই পদ্মাপাড়ে উঠেছে ভারত বিরোধী ঝড়৷ এই ডামাডোল পরিস্থিতির মধ্যেই রবিবার ভারতের কাছ থেকে ১০০টন চাল কিনল ঢাকা৷ (bangaldesh imports rice from india)

বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের আগেই চাল আমদানি bangaldesh imports rice from india

সোমবার বাংলাদেশে গিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী৷ দুই দেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের আগেই লবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত হয়ে বাংলাদেশে পৌঁছয় চারটি চালবোঝাই ট্রাক৷ 

   

ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে চাপানউতোর চললেও, দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর যে তার প্রভাব পড়েনি, রবিবারের ঘটনা থেকে তা স্পষ্ট৷ যদিও সাউথ ব্লক ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে, বর্তমান পরিস্থিতির প্রভাব ভারত-বাংলাদেশ বাণিজ্যের উপর পড়বে না। বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে বাংলাদেশও একমত৷ রবিবার মহাম্মদ ইউনূস সরকারের খাদ্য উপদেষ্টা আলি ইমাম মজুমদার জানিয়েছেন, ভারত থেকে চাল আমদানি এবং রাজনীতিকে তাঁরা একসূত্রে বাঁধছেন না৷ 

বাংলাদেশে শস্য উৎপাদনে ঘাটতি bangaldesh imports rice from india

বাংলাদেশে এই মুহূর্তে শস্য উৎপাদনে ঘাটতি রয়েছে৷ সেই ঘাটতি মেটাতে চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কাছ থেকে চাল কিনল ইউনূস সরকার৷ সূত্রের খবর, গত ২৬ নভেম্বর ভারতের কাছ থেকে ৯৯.৯৩ টন চাল কিনেছিল বাংলাদেশ। রবিবার আরও ১০০.২২ টন চাল পাঠানো হল ওপাড় বাংলায়। এই প্রসঙ্গে আলি ইমাম জানান, বর্তমানে বাংলাদেশে ২২ লক্ষ টন চাল মজুত রয়েছে। সেই পরিমাণ বাড়িয়ে ৩০ লক্ষ টন করার চিন্তাভাবনা করা হচ্ছে৷ 

ভারত থেকেই চাল আমদানি করতে চায় বাংলাদেশ

ভারতের কাছ থেকে অনেকটা কম দরে চাল পাচ্ছে বাংলাদেশ৷ বিকল্প হিসাবে মায়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম, তাইল্যান্ড-সহ আরও কিছু দেশের কথা বিবেচনা করা হলেও, ভারত থেকেই চাল আমদানি করে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের খাদ্য মন্ত্রক। 

Bangladesh: Dhaka bought 100 tons of rice from India. Indian Foreign Secretary Vikram Misri went to Bangladesh on Monday Before the meeting at the level of foreign secretaries of the two countries, four cargo trucks arrived in Bangladesh through the Lobari-Banglabandha border.