বয়কট ইন্ডিয়া ব্যর্থ হতেই বাংলাদেশে কোটা আন্দোলন!

বাংলাদেশ জ্বলেছে (Anti Quota Movement)। ছাত্র আন্দোলন দমনে প্রশাসনের কড়া অবস্থান পরিস্থিতি জটিল করেছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনীতির জলঘোলা। বাংলাদেশের বিক্ষোভের রেশ পড়েছে ভারতেও।…

বাংলাদেশ জ্বলেছে (Anti Quota Movement)। ছাত্র আন্দোলন দমনে প্রশাসনের কড়া অবস্থান পরিস্থিতি জটিল করেছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনীতির জলঘোলা। বাংলাদেশের বিক্ষোভের রেশ পড়েছে ভারতেও। কলকাতায় বিক্ষোভকারী ছাত্রদের পক্ষ নিয়ে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ হাইকমিশন ঘেরাও হয়েছে। প্রশ্ন উঠেছে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ এবং শেখ হাসিনার ভূমিকা নিয়ে।

এখানেই লুকিয়ে রয়েছে রাজনৈতিক রহস্য। মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ নিয়ে আন্দোলনের সঙ্গে সরকার ফেলে দেওয়ার দাবি উঠেছে। রহস্য আরও জোরাল হয়েছে আন্দোলনে ভারত বিরোধী স্লোগান ঘিরে। কয়েক মাস আগেও বাংলাদেশজুড়ে ভারত বিরোধী আন্দোলন শুরু হয়। নাম ছিল- বয়কট ইন্ডিয়া। ভারতীয় পণ্য বয়কট করতে হবে- এই দাবিতে মাঠে নামেন অনেকে। সবারই লক্ষ্য একটাই। হাসিনা সরকারের পতন।

   

একটা দেশের সরকার ফেলতে পড়শি দেশের পণ্য বয়কট করতেহবে কেন? আন্দোলনকারীদের যুক্তি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক রয়েছে। সেই সিবাদে বারতের ব্যবসাযীরা বাংলাদেশের বড় বাজার জখল করেছে। তাই ভারতীয় পণ্য বয়কট করলে চাপে পড়বেন শেখ হাসিনা। সরকারও পরে যেতে পারে। কারণ মালদ্বীপে সরকার বদল হয়েছিল ভারত বিদ্বেষকে অস্ত্র করেই। সেই তত্ত্বও তুলতেন বয়কট ইন্ডিয়া আন্দোলনকারীরা।

আল্লাহু আকবর, পুলিশের গুলি ও রামদা ভিডিও দেখে শিউরে উঠছি: তসলিমা নাসরিন

এই আন্দোলনের জেরে সাময়িক ধাক্কা লেগেছিল ভারতীয় ব্যবসায়ীদের। কিন্তু আঁচ লাগেনি। শেখ হাসিনার সরকার চাপে পরেনি। উলটে বাংলাদেশের সাধারণ জনগণ চাপে পরেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের ভেজাল পণ্যে বাজার ছেয়ে যায়। সোজা কথায় বয়কট ইন্ডিয়া করে বোকা বনেছে বাংলাদেশের আন্দোলনকারীরা। বাধ্য হয়েই সেই পথ থেকে সরতে হয়। ভারতীয় পণ্য বাতিল কর্মসূটি আপাতত ঠান্ডা ঘরে। কিন্তু হাসিনা বিরোধী ঝাঁঝ তো ধরে রাখতে হবে।

সেই লক্ষ্যেই চালু হল কোটা আন্দোলন। এমনই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধা সংরক্ষণ বন্ধ করতে হবে। এই দাবিতে আন্দোলন। কোথাও কোথাও ভারত বিদ্বেষী স্লোগান।

বাংলাদেশের ছাত্র আন্দোলনে এবার বড়ো পদক্ষেপ ভারতের