বাংলাদেশ সেনার গাড়িতে আগুন দিলেন শ্রমিকরা, অগ্নিগর্ভ ঢাকা

ঢাকার রাজপথে জ্বলছে সেনাবাহিনীর গাড়ি। তীব্র উত্তেজনা। বিক্ষিপ্ত সংঘর্ষ ছড়িয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানীর বেশকিছু এলাকায়। রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর মুহাম্মদ ইউনূসের অম্তর্বর্তী…

Bangladesh Army

ঢাকার রাজপথে জ্বলছে সেনাবাহিনীর গাড়ি। তীব্র উত্তেজনা। বিক্ষিপ্ত সংঘর্ষ ছড়িয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানীর বেশকিছু এলাকায়। রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর মুহাম্মদ ইউনূসের অম্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে অরাজক পরিস্থিতি। বিবিসির খবর, পোষাক শ্রমিকরা আগুন ধরিয়েছেন।

Advertisements

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

Advertisements

Bangladesh Army

বিবিসি জানাচ্ছে, গত কয়েকদিন ধরে বেতনবৃদ্ধির দাবিতে পোষাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বিপুল সংখ্যক সেনা নেমেছে রাজপথে। বিক্ষুব্ধ শ্রমিকরা যে দুইটি গাড়িতে আগুন দিয়েছে তা দগ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ, শ্রমিক বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই সেনার গাড়িতে আগুন ধরানো হয়।