HomeWorldBangladeshবাংলাদেশে তেল বহনকারী জাহাজ জ্বলছে,তীব্র বিস্ফোরণের আশঙ্কা

বাংলাদেশে তেল বহনকারী জাহাজ জ্বলছে,তীব্র বিস্ফোরণের আশঙ্কা

সুগন্ধা নদীতে জ্বলছে জাহাজ। আসে পাশের গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। টন টন তেল সহ জাহাজ বিস্ফোরণ হওয়ার আশঙ্কা।

- Advertisement -

মাঝ নদীতে জ্বলছে জাহাজ। সেই জাহাজে আছে টন টন তেলের ড্রাম। আগুন আয়ত্বে না আনতে পারলে জাহাজটি বিস্ফোরণে উড়ে যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশ (Bangladesh) নৌ পরিবহণ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনাস্থল বরিশালের ঝালকাঠির রাজাপুর গ্রাম। এখানে সুগন্ধা নদীতে জ্বলছে জাহাজ।

সুগন্ধা নদীতে এই তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়েছেন জাহাজে থাকা পাঁচ কর্মচারী। নিখোঁজ  চার জন।  শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সুগন্ধা নদীর ধারে রাজাপুর গ্রামের কাছে তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।

   

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ মহিদুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামে  জাহাজটি ঝালকাঠি শহরের পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে। দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। পরে জাহাজে আগুন ধরে যায়।দমকল বাহিনী জাহাজের আগুন নেভানোর চেষ্টা করছে।

জাহাজটিতে মোট ৯ জন কর্মচারী ছিলেন। জখম ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular