Bangladesh: বাংলাদেশি সাংসদ আনোয়ারুলের মাংস কেটে মসলা মাখিয়ে কলকাতা থেকে পাচার

বাংলাদেশের (Bangladesh) সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতা খুন করা হয়।  সাংসদ খুনের তদন্তে উঠে এসেছে কলকাতার সন্নিহিত নিউটনের একটি ফ্ল্যাট যেখানে হত্যাকান্ড সংঘটিত হয়েছিল।…

Murder crime Bangladesh: বাংলাদেশি সাংসদ আনোয়ারুলের মাংস কেটে মসলা মাখিয়ে কলকাতা থেকে পাচার

বাংলাদেশের (Bangladesh) সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতা খুন করা হয়।  সাংসদ খুনের তদন্তে উঠে এসেছে কলকাতার সন্নিহিত নিউটনের একটি ফ্ল্যাট যেখানে হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল খুনের ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশ। আনোয়ারুলের দেহাংশ কলকাতা সংলগ্ন এলাকায় ফেলা হয়েছে বলেই অনুমান। 

বাংলাদেশের সরকারে থাকা দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন আনোয়ারুল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ জানান, সাংসদের লাশ গুম করার জন্য নৃশংস পন্থা বেছে নেয়া হয়েছিল। তিনি বলেন, হত্যাকারীরা লাশ গুমের জন্য হাড় থেকে মাংস আলাদা করে পৃথক পৃথক ট্রলিতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। মাংস নিয়ে যাওয়ার সময় যাতে কেউ আটকালেও বুঝতে না পারে, সে জন্য মাংসের সঙ্গে মসলা মিশিয়ে খাবার উপযোগী মত বানানো হয়। তিনি বলেন,মরদেহ উদ্ধারের কাজ চলছে। ভারতীয় পুলিশ গাড়ির চালককে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পুরোপুরি না পেলেও মরদেহের অংশ বিশেষ পাওয়া যাবে।

   

তদন্তে উঠে এসেছে সাংসদ আনোয়ারুলকে কলকাতায় ডেকে এনেছিল তার ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন। তার এই খুনের পরিকল্পনায় অংশ নেয় কয়েকজন। কলকাতার তার আসা যাওয়া ছিল। কলকাতাতেই খুন করা হয় সাংসদকে।

সাংসদ আনোয়ারুল খুনে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তদন্তে উঠে আসছে ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনোয়ারুলকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। 

গত ১২ মে  বাংলাদেশ থেকে কলকাতায় এসে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আনোয়ারুল আজীম। টিকিতসালে করানোর জন্য বেরোচ্ছি বলে বাইরে যান। গত ১৫ তারিখ থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এরপরেই তার ভারতীয় বন্ধুর তরফে নিখোঁজ ডাইরি ধরে তদন্ত শুরু হয়। বাংলাদেশে থাকা সাংসদের কন্যা ও আত্মীয়দের অভিযোগ খুন করা হয়েছে। তদন্তে উঠে এসেছে কলকাতাতেই খুন করে কেটে টুকরো টুকরো করা হয় বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ। কলকাতার নিউটাউনের ফ্ল্যাট থেকে দফায় দফায় ট্রলি ব্যাগে দেহাংশ পাচার হয়।