কামাল থাকে পদ্মা নদীর তীরে, বস্তা বস্তা ঘুষ খায়! হাসিনার আমলে ব্যাপক নিয়োগ দুর্নীতি

গণবিক্ষোভে পলাতক (Sheikh Hasina) শেখ হাসিনা। বাংলাদেশে (Bangladesh) তাঁর সরকারের আমলে এবার বিরাট নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসেছে। হাসিনা সরকারের আমলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান…

bangladesh

গণবিক্ষোভে পলাতক (Sheikh Hasina) শেখ হাসিনা। বাংলাদেশে (Bangladesh) তাঁর সরকারের আমলে এবার বিরাট নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসেছে। হাসিনা সরকারের আমলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। সরকার পতনের পর তিনি গণপিটুনির ভয়ে পলাতক। তাঁকে গরু খোঁজার মত খুঁজছে পুলিশ। এরই মাঝে উঠে এসেছে নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দিতে বস্তা বস্তা টাকা নিতেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যু ঘিরে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের ধাক্কায় টানা চারবার সরকার গড়া শেখ হাসিনা ক্ষমতাচ্যুত। তিনি ভারতে আছেন। তাঁর সরকারের আমলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন প্রবল প্রভাবশালী। অভিযোগ, প্রভাব খাটিয়ে তিনি সরকারি নিয়োগের সুব্যবস্থা করতেন। গণবিক্ষোভের আওয়ামী লীগের সরকার পতনের পর উঠে এসেছে কামালের নিয়োগ দুর্নীতি।

   

ঢাকার অন্যতম সংবাদপত্র ‘বাংলাদেশ প্রতিদিন’ জানাচ্ছে, বস্তায় করে ঘুষ নিতেন সাবেক (প্রাক্তন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ দিতেন তিনি বস্তা ভর্তি টাকা ঘুষ নিয়ে। শুধু তার বিরুদ্ধেই নয়, এমন অভিযোগ উঠেছে তার পাঁচ সহযোগীর বিরুদ্ধেও। এমন গুরুতর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।”

প্রতিবেদনে লেখা হয়েছে, “আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো। এ জন্য তৎকালীন অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। এ সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর এপিএস মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন।”

রক্তাক্ত ছাত্র আন্দোলনের রেশ ধরে প্রবল গণবিক্ষোভে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে চলছে নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। হাসিনার আমলে মন্ত্রী নেতারা কেউ বিদেশে পলাতক, কেউ বাংলাদেশে আত্মগোপনে, কেউ ধরা পড়েছেন।প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশেই নিজের গোপন ডেরায় বলে পুলিশের দাবি। তাকে গ্রেফতার করতে চলছে অভিযান।