Bangladesh: লোকালয়ের কাছেই তেলের জাহাজে বিস্ফোরণ, ভয়াবহ পরিস্থিতি

প্রবল শব্দে ফাটছে কন্টেনার। আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ভয়াবহ আগুনে পুড়ছে বাংলাদেশের (Bangladesh) একটি তেলবাহী জাহাজ। দুর্ঘটনাস্খল নারায়ণগঞ্জ। পরিস্থিতি এমনই যেখানে জাহাজটিতে…

Bangladesh: লোকালয়ের কাছেই তেলের জাহাজে বিস্ফোরণ, ভয়াবহ পরিস্থিতি

প্রবল শব্দে ফাটছে কন্টেনার। আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ভয়াবহ আগুনে পুড়ছে বাংলাদেশের (Bangladesh) একটি তেলবাহী জাহাজ। দুর্ঘটনাস্খল নারায়ণগঞ্জ। পরিস্থিতি এমনই যেখানে জাহাজটিতে আগুন ধরেছে সেখান থেকে খুব কাছে লোকালয়।

জ্বলতে থাকা জাহাজ থেকে আগুনের কুণ্ডলী পাক খেয়ে উঠছে আকাশে। এই দৃশ্য নারায়ণগঞ্জসহ বাংলাদেশের সর্বত্র সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলেছে।

বুধবার দুপুর দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের পাশে এইচ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাসমান জাহাজটি আগুনে পুড়ছে। এমন দৃশ্য দেখে তীব্র আতঙ্কিত। নৌপথ পরিবহণের অন্যতম এলাকা ফতুল্লা বাজার। পুড়তে থাকা জাহাজটি থেকে অন্যান্য লঞ্চ, ভেসেল, নৌকা নিরাপদ দূরত্বে সরানো হয়েছে।

Advertisements

দমকল সূত্রে জানা যায়, দুপুরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।