Bangladesh: শেখ হাসিনার সামনেই তীব্র সংঘর্ষে মৃত্যু, জখম একাধিক

বাংলাদেশের (Bangladesh) নির্বাচনে ফের রাজনৈতিক মৃত্যু। এবার খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাতেই শাসকদল আওয়ামী লীগের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। জখম…

Bangladesh

বাংলাদেশের (Bangladesh) নির্বাচনে ফের রাজনৈতিক মৃত্যু। এবার খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাতেই শাসকদল আওয়ামী লীগের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। জখম কমপক্ষে ২৫ জন।

জাতীয় নির্বাচনের আগে দেশজুড়ে ভোট প্রচার চালাচ্ছেন শেখ হাসিনা। শুক্রবার তিনি জনসভা করেন বরিশালে। তাঁর উপস্থিতি ওই সভাতেই আওয়ামী লীগের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়ায়।

   

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এইচ সমঘর্ষের ঘটনা ঘটেছেন। সংঘর্ষের সময় জনসভা মঞ্চেই ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ ও বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ আওয়ামী লীগের হেভি়ওয়েট নেতা তথা নির্দল প্রার্থী পঙ্কজ দেবনাথের সমর্থকদের সাথে এই কেন্দ্রের আওয়ামী লীগের মনোনীত ড. শাম্মী আহমেদের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। শাম্মী আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগ এনেছেন পঙ্কজ দেবনাথ। কমিশন ইতিমধ্যে শাম্মী আহমেদের প্রার্থীপদ বাতিল করেছে। তবে শাম্মী আহমেদ জানান, তিনি বিদেশের নাগরিকত্ব বাতিল করেছেন। আইনি পথে প্রার্থী হবেন। আর পঙ্কজ দেবনাথ বলেছেন,  নির্দল হলেও আমিই আসল আওয়ামী লীগের প্রার্থী। আর দলটি সূত্রে খবর, অনেক আগে থেকেই পঙ্কজকে সাসপেনশনে রাখা হয়েছে।

এরকম জটিলতায় বরিশাল-৪ আসনে ভোট প্রচারে এসে শেখ হাসিনার সামনেই হলো মৃত্যু। ঈগল প্রতীকের নির্দল প্রার্থী পঙ্কজ দেবনাথের বিপুলসংখ্যক সমর্থক প্রধানমন্ত্রীর জনসভায় আগে থেকেই অবস্থান করছিলেন। তাদের সাথে প্রতিপক্ষ গোষ্ঠীর সংঘর্ষ বাধে।  ঘটনাস্থলেই সিরাজ সিকদার (৫৫) নামে একজন নিহত ও দুইপক্ষের ২৫ জন আহত হন। এদের মধ্যে ১৩ জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজ সিকদার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে।

এদিকে সিরাজকে নিজের কর্মী বলে দাবি করেছেন এমপি পঙ্কজ এবং ড. শাম্মী আহমেদ দুজনেই। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে তার সঙ্গেই লঞ্চে করে বরিশালে এসেছেন জানিয়েছেন পঙ্কজ দেয়া। তিনি বলেন,  বলেন, সিরাজ সিকদার শুরু থেকেই আমার কর্মী এবং নির্বাচনে ঈগল প্রতীকের পক্ষে কাজ করছেন।