হতবাক হাসিনা! বন্দি পুলিশ উদ্ধারে হেলিকপ্টার, কোটা বিরোধী পড়ুয়াদের উল্লাস

গণভবনে ছড়াল ভয়? ভিডিও দেখে স্তম্ভিত খোদ শেখ হাসিনা। ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশে (Bangladesh) মেধার দাবিতে নিয়োগ চাওয়া বিক্ষোভকারী পড়ুয়াদের ঘোরাটোপে সশস্ত্র পুলিশ সদস্যরা। বহুতলে…

গণভবনে ছড়াল ভয়? ভিডিও দেখে স্তম্ভিত খোদ শেখ হাসিনা। ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশে (Bangladesh) মেধার দাবিতে নিয়োগ চাওয়া বিক্ষোভকারী পড়ুয়াদের ঘোরাটোপে সশস্ত্র পুলিশ সদস্যরা। বহুতলে বন্দি থাকা পুলিশদের উদ্ধার করছে বিশেষ বাহিনী ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কপ্টার। স্বতস্ফুর্ত আন্দোলনের ধাক্কায় সরকার হিমশিম খাচ্ছে। গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

Advertisements

লক্ষ লক্ষ পড়ুয়াদের বিক্ষোভে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা নেত্রীরা নিরাপদ আশ্রয় নিতে মরিয়া। দলটির শাখা সংগঠন ছাত্র লীগের একাধিপত্য ভেঙে খান খান হয়ে যাচ্ছে। দেশটির কোনও বিশ্ববিদ্যালয়েই তাদের নিয়ন্ত্রণ নেই। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারী পড়ুয়াদের দমাতে ছাত্র লীগকে মারমুখী করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা বিফলে গেছে।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটার ভাগ কমানোর দাবিতে বাংলাদেশের পড়ুয়ারা একজোট। তাদের সম্মিলিত প্রতিবাদ থামাতে পুলিশ ও ছাত্র লীগ একযোগে নেমেছে বলে অভিযোগ। হামলা পাল্টা হামলায় রক্তাক্ত পরিস্থিতি। বাড়ছে নিহতের সংখ্যা। বৃহস্পতিবার বাংলাদেশ জুড়ে “কমপ্লিট শাটডাউন” পালন করছেন পড়ুয়ারা। গোটা দেশ থেকে রাজধানী ঢাকা বিচ্ছিন্ন। বাংলাদশের সর্বত্র পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।

ঢাকার মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। এই সময় কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আশ্রয় নেন পুলিশ কর্মীরা। সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ কর্মীরা। এই সময় ওই ক্যাম্পাসে আগুন ধরানো হয়। অবরোধে বন্দি পুলিশ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ছাদে চলে যান। তাদের বাঁচাতে দুটি হেলিকপ্টার পাঠানো হয়। সেই কপ্টার বন্দি পুলিশ কর্মীদের বাঁচিয়ে আনে।

গোটা ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আন্দোলনরত পড়ুয়ারা উল্লাস দেখান। জানা যাচ্ছে, দেশজুড়ে একের পর এক সংঘর্ষে আক্রান্ত পুলিশ ও আধা সেনা কর্মীরা। তেমনই আন্দোলনকারী পড়ুয়ারাও মারা যাচ্ছেন। শত শত পড়ুয়া জখম। কার্যত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ। ‘কমপ্লিট শাটডাউন’-এ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড) মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।