Bangladesh: ভারত সীমান্তে বিপুল সীমান্তরক্ষী মোতায়েন করল বাংলাদেশ, কী ঘটেছে পড়়শি দেশে?

সীমান্ত এলাকা সরগরম। হঠাৎ বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার ভারত লাগোয়া অঞ্চলে বিপুল সংখ্যায় সীমান্তরক্ষী (BGB) মোতায়েন করল।  বাংলাদেশে গত ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনা…

BGB Bangladesh: ভারত সীমান্তে বিপুল সীমান্তরক্ষী মোতায়েন করল বাংলাদেশ, কী ঘটেছে পড়়শি দেশে?

সীমান্ত এলাকা সরগরম। হঠাৎ বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার ভারত লাগোয়া অঞ্চলে বিপুল সংখ্যায় সীমান্তরক্ষী (BGB) মোতায়েন করল।  বাংলাদেশে গত ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত। তিনি ভারতে আছেন। ক্ষমতার পালাবদলের পর থেকে বিভিন্ন ইস্যুতে ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্ক ‘নরমে-গরমে’ চলছে।

সীমান্ত পার করে ভারতে গোপনে চলে গেছেন বিগত হাসিনা জমানার অনেক নেতা-মন্ত্রী। আবার অনেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন। তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, সরকারে থাকাকালীন আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা বিদ্রোহ দমন করতে গিয়ে গণহত্যায় জড়িত।

   

শেখ হাসিনার শাসনের মতো ভারত সীমান্তে কোনও নরম ভাব নয় বিজিবি বাহিনীর অবস্থান।  এমন আগেই  জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এরপর সীমান্ত পারাপার, পাচার রুখতে বিজিবি বেশি সক্রিয় বলে জানা গেছে। শারদোৎসব উপলক্ষ্যে সীমান্তে থাকছে বিশেষ কড়াকড়ি।

রবিবার (১৩ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহম্মদ শরীফুল ইসলাম জানান, “সারা দেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে সেজন্য পূজামণ্ডপের আশপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

বিবিসি’র খবর, শারদোৎসবে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বাংলাদেশ-ভারতের মধ্যবর্তী অংশে বিপুল ভিড় হয়। সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের কিছু প্রতিমা আর বাংলাদেশের এলাকার বহু গ্রামে দুর্গা বিসর্জন একসঙ্গে হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত ইছামতী নদীতে প্রতিমা নিরঞ্জন। এই অনুষ্ঠান দেখতে দুই দেশের বাসিন্দারা নদীর দু দিকে আসেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে  বিএসএফ সতর্ক। তেমনই সতর্ক বিজিবি রক্ষীরা।