শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী? বাংলাদেশের রাষ্ট্রপতির বিস্ফোরক দাবি ‘পদত্যাগপত্র নেই’ !

রক্তাক্ত গণবিক্ষোভের মুখে দেশ ছাড়লেও শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এমন কোনও প্রমাণ নেই রাষ্ট্রপতির কাছে। এমনই বিস্ফোরক দাবি…

Sheikh Hasina

রক্তাক্ত গণবিক্ষোভের মুখে দেশ ছাড়লেও শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এমন কোনও প্রমাণ নেই রাষ্ট্রপতির কাছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন খোদ রাষ্ট্রপতি মহ: সাহাবুদ্দিন। তিনি আরও দাবি করেছেন, দেশত্যাগের আগে শেখ হাসিনা দেখা করেও যাননি!

বাংলাদেশের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করবেন রাষ্ট্রপতি। তাঁর অনুপস্থিতিতে পরিস্থিতি অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা সংসদের অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র দাখিল করার সুযোগ আছে।

   

গত ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগের আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা করেননি শেখ হাসিনা। ফলে তিনি আইনত এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করছেন দেশটির একাধিক সংবিধান বিশেষজ্ঞ ও একাংশ বরিষ্ঠ আইনজীবীরা। বিতর্ক প্রবল। কারণ, হাসিনার দেশত্যাগের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবি মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ক্ষমতা হাতে নিয়েছে।

শেখ হাসিনার দেশত্যাগের পর তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন তাঁর মা পদত্যাগ করেননি। তখন থেকেই বিতর্ক শুরু।

শেখ হাসিনার পদত্যাগপত্র বিতর্কের খোঁজ করেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র দৈনিক মানবজমিন। এই সংবাদপত্রে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ বিতর্কের প্রশ্নে রাষ্ট্রপতি বলেছেন, ‘আমি শুনেছি তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি’।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, ‘৫ই আগস্ট সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো তিনি (শেখ হাসিনা) আসছেন না’।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘চারদিকে অস্থিরতার খবর। কী হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি। কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই বলে গেলেন না।’

রাষ্ট্রপতি বলেন, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব। শুনেছি তিনি পদত্যাগ করেছেন।… সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি’।

কোথায় গেল শেখ হাসিনার পদত্যাগপত্র? তিনি কি আদৌ পদত্যাগ করেছিলেন?