Sunday, December 7, 2025
HomeWorldব্যাংককে স্কুল বাসে আগুন! মৃত ছাত্রছাত্রী সহ ২৫ জন

ব্যাংককে স্কুল বাসে আগুন! মৃত ছাত্রছাত্রী সহ ২৫ জন

- Advertisement -

ভয়াবহ অগ্নিকান্ড ব্যাংককে (BangkokBus Fire) । মাঝ রাস্তায় চলন্ত বাসে আগুন লেগে শিক্ষার্থী সহ ২৫ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বাসে করে শিক্ষার্থীদের স্কুল সফরে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় বাসটি মহাসড়ক পৌঁচ্ছাতে হঠাই দাউ দাউ করে আগুন লেগে যায় বাসে। জ্বলন্ত বাসের আগুন নেভাতে ছুটে আসেন দমকল কর্মীরা।
তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই আগুনে একাধিক স্কুল পড়ুয়া এবং শিক্ষক আহত এবং নিহত হওয়ার খবর মিলেছে। জানা গিয়েছে ওই বাসে ৪৪ জন পড়ুয়া ছিল। বাসে আগুন লাগায় পর পর নির্মমভাবে প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। বাসের টায়ার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

   

এই ঘটনায় সেখানকার পরিবহন মন্ত্রী সূর্য জাংরুনরুংকিট বলেছেন, বাসটি মঙ্গলবার একটি স্কুল সফরের জন্য কেন্দ্রীয় উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়া যাচ্ছিল। রাজধানীর উত্তর উপশহর পথুম থানি দেশের মধ্য দিয়ে যাওয়ার সময় দুপুরে বাসটিতে আগুন লাগে।

স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, (BangkokBus Fire) দুর্ঘটনার তীব্রতা বিবেচনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে জীবিতদের সংখ্যার ভিত্তিতে ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ বাসটি এতটাই উত্তপ্ত ছিল যে নিরাপত্তা কর্মীদের ভেতরে প্রবেশ করতে অসুবিধায় পড়তে হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular