ইসলামাবাদ: পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বাস থামিয়ে যাত্রীদের অপহরণ, এরপর পাহাড়ে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ৯ জন যাত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে প্রশাসন।
বাস থামিয়ে যাত্রীদের অপহরণ
প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় একদল সশস্ত্র হামলাকারী একাধিক বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে জোর করে নিয়ে যায়। এরপর অপহৃতদের নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায়।
সরকারি কর্মকর্তা নাভিদ আলম জানিয়েছেন, “রাতেই পাহাড়ে উদ্ধার হয় গুলিবিদ্ধ অবস্থায় ৯ জনের মরদেহ।” ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
কোনও গোষ্ঠী হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি Balochistan Passenger Abduction
যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি, তবে প্রশাসনের ধারণা, এর পিছনে থাকতে পারে বালোচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। অতীতেও এমন হামলার সঙ্গে জড়িত ছিল তারা—বিশেষ করে পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের টার্গেট করে হত্যার একাধিক নজির রয়েছে।
বালোচিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্ত ঘেঁষা খনিজসমৃদ্ধ প্রদেশ। বহুদিন ধরেই এখানে সক্রিয় বালোচ লিবারেশন আর্মি (BLA)-র মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠন। তাদের অভিযোগ, বালোচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ করে তা দিয়ে পাঞ্জাবের উন্নয়ন করছে পাকিস্তান সরকার-এই ‘বৈষম্যের’ প্রতিবাদেই দীর্ঘদিন ধরে চলছে সশস্ত্র আন্দোলন।
এই ঘটনাকে ঘিরে আবারও দানা বাঁধছে অস্থিরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহাড়ি এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে গোটা অঞ্চলে ফের ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর আতঙ্ক।