মানব বোমা দিয়ে জাফর এক্সপ্রেস উড়িয়ে দেব এমনই হুমকি দিল বালোচ লিবারেশন আর্মি। সংগঠনটি দীর্ঘ সময় ধরে পাকিস্তান সরকার বিরোধী ও স্বাধীন বালোচিস্তানের পক্ষে। পাক সরকারের নজরে এই সংগঠনটি জঙ্গি। মঙ্গলবার থেকে যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেস ঘিরে তীব্র উত্তেজনা। শতশত যাত্রী পণবন্দি। তাদের উদ্ধার করতে পাক কমান্ডো অভিযান চলছে। দুপক্ষের সংঘর্ষে মৃতদেহ বোঝাই জাফর এক্সপ্রেস।
বালোচিস্তান রাজ্যের রাজধানী কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বালোচিস্তানের বোলান এলাকায় পৌঁছানোর পর হামলা হয়।
বিবিসি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির একাধিক সদস্য নিহত। ট্রেনটিতে এখনও যেসব যাত্রীরা পণবন্দি রয়েছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সংবামাধ্যমগুলোর খবরে বলা হয়েছে যাত্রীদের বন্দি করে বালোচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছে বালোচ লিবারেশন আর্মির সদস্যরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নেওয়া হলে যাত্রীদের হত্যা করারও হুমকি দিয়েছে তারা।
এদিকে, হামলার ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর যাত্রীদের উদ্ধারে শুরু হয় বিশেষ অভিযান। বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে যে, অভিযানে শিশুসহ শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
জিও টিভি জানিয়েছে, বিস্ফোরক জ্যাকেট পরে হামলাকারীরা যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। জাফর এক্সপ্রেসের নয়টি বগিতে ৫০০ জন যাত্রী ছিলেন। হামলাকারীরা তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে।