Pakistan: জ্বলছে পাকিস্তান, ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে জখম একাধিক পুলিশ অফিসার

মধ্যরাত পার হয়েছে। পাকিস্তান (Pakistan)  জ্বলছে। একের পর এক শহর অগ্নিগর্ভ। ইসলামাবাদ, করাচি, লাহোর, পেশোয়ার, মুলতান, কোয়েটা সহ পুরো দেশটিিতে চলছে ইমরান খানের গ্রেফতারির বিরুদ্ধে…

Pakistan

মধ্যরাত পার হয়েছে। পাকিস্তান (Pakistan)  জ্বলছে। একের পর এক শহর অগ্নিগর্ভ। ইসলামাবাদ, করাচি, লাহোর, পেশোয়ার, মুলতান, কোয়েটা সহ পুরো দেশটিিতে চলছে ইমরান খানের গ্রেফতারির বিরুদ্ধে ক্ষোভ। সর্বাধিক অগ্লিগর্ভ পরিস্থিতি লাহোরে। এখানেই জামান পার্কের বাড়িতে আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan) ইমরান খান। তাঁর বাড়ির চারদিকে পুলিশে ছয়লাপ। আর ঘর থেকে পাক জনতার উদ্দেশ্যে তীব্র গণবিক্ষোভের আহ্বান করেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁঁর বিরুদ্ধে সরকারি উপহার কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা না দেওয়ার কারণে  জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

ইমরান খানকে আগেও গ্রেফতার করতে অভিযান চালিয়েছিল পাক পুলিশ। তবে তখন বিক্ষোভের মুখে গ্রেফতার করা যায়নি। এবারেও গ্রেফতার করতে যেয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ। ইমরান খানের সমর্থকদের হামলায় একাধিক পুলিশকর্তা জখম। লাহোরে ইমরান খানের জামান পার্কের বাড়ি ঘিরে তেহরিক ই ইনসাফ দলের সমর্খকদের সাথে পুলিশের প্রবল সংঘর্ষ চলেছে। দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল চার্জ করে পুলিশ। ইমরান খানের সমর্থকরা পুলিশকে ঘিরে নিয়ে শুরু করেন হামলা। এই সংঘর্ষের ছবি পুরো পাকিস্তান জুড়ে বিক্ষোভ তৈরি করেছে।

ইমরান খানের অভিযোগ, অনৈতিকভাবে তাঁঁর সরকারকে সরানোর পর রাজনৈতিক প্রতিহিংসা নিতে মরিয়া  বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে সরকারের দাবি, আইন অনুসারে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত চলছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan former Prime Minister Imran Khan) বিরুদ্ধে দুটি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ সরকারি উপহার কোষাগারে না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এই মামলায় আদালতে হাজির না হওয়ায় এবং গত বছর জনসভায় মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক জাফর ইকবাল তোশাখানা মামলার শুনানি করেন এবং সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশকে বলেন। আদালত তোশাখানা মামলায় ১৮ মার্চ এবং বিচারককে হুমকি দেওয়ার মামলায় ইমরানকে ২১ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।