Attack on Israel: কমান্ডার মেরে মহিলা রক্ষী অপহরণকারী হামাসের ট্রেনিংয়ে হতবাক ইজরায়েল

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে কারা শিক্ষা দিয়েছে এমন অতর্কিত সফল হামলা করার? চরম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েও ঠান্ডা মাথায় ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগ হামলার প্রতিটা মুহূর্ত বিশ্লেষণ করছে। যেভাবে সীমান্ত পেরিয়ে প্রকাশ্যে হামাস গোষ্ঠি হামলা (attack on israel) করেছিল শনিবার তাতে ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ চূর্ণ। বিশ্ববিখ্যাত ইজরায়েলি ইন্টেলিজেন্স সার্ভিসের ব্যর্থতা গোটা দুনিয়ার সামলে প্রকট। শতাধিক অপহৃত। ইজরায়েলি কমান্ডার নিহত। মহিলা রক্ষীকে বন্দি বানিয়ে গাজার অভ্যন্তরে নিয়ে গেছে হামাস গোষ্ঠি। সেই ছবি ভাইরাল।

Advertisements

ইজরায়েলের গুপ্তচররেরা গাজার মধ্যে থাকলেও তারা কোনও আগাম সংবাদ দিতে পারেনি। এখানেই প্রশ্ন, চারিদিকে ইজরায়েলি সেনা ও তারে ঘেরা অতি ঘনবসতিপূর্ণ গাজা ভূখণ্ডের মধ্যে এত গোপনীয় আক্রমণ পরিকল্পনা কী করে করল হামাস গোষ্ঠি? ইজরায়েল সরকার তাদের সর্বাধুনিক প্রযুক্তি কৌশল দিয়েও হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়েছে। শুরু হয়েছে হামলা। ইজরায়েলের হামলায় এবার ফিলিস্তিনি এলাকা গাজা ভূখণ্ডে বাড়ছে নিহতের সংখ্যা।

গাজার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছে ইজরায়েল। এই নির্দেশের পর ষ্পষ্ট, আরও বড় হামলা হবে ইজরায়েলের তরফে। তবে গাজার বাসিন্দাদের দাবি, চারিদিক অবরুদ্ধ, কোন দিকে যাব? শনিবার গাজা থেকে ফিলিস্তিনি গোষ্ঠি হামাসের হামলার পর ইজরায়েলে শত শত মানুষ নিহত। এর পরেই যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল।

Advertisements

একাধিক ভাইরাল ভিডওতে দেখা গেছে ইজরায়েলের ট্যাংকের দখল নিয়েছে হামাস। সেনার গাড়ি লুঠ। সীমান্ত ভেঙে ইজরায়েলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে হামাস গোষ্ঠি। হামাসের পাশাপাশি ইজরায়েলে হামলা শুরু করেছে লেবাননের হেজবুল্লাহ সংগঠন। ইজরায়েলের নজরে হামাস ও হেজদুল্লাহ হল জঙ্গি গোষ্ঠি।