Attack on Israel: ফের ইজরায়েলের সুরক্ষা বলয় ভেঙে হামাসের রকেট হামলা

আয়রন ডোম-ইজরায়েলের এই অতি সুরক্ষিত নিরাপত্তা বলয় ফের ভাঙল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস। ফের গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে পরপর রকেট হামলা চালাাচ্ছে (attack on israel)…

Attack on Israel: ফের ইজরায়েলের সুরক্ষা বলয় ভেঙে হামাসের রকেট হামলা

আয়রন ডোম-ইজরায়েলের এই অতি সুরক্ষিত নিরাপত্তা বলয় ফের ভাঙল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস। ফের গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে পরপর রকেট হামলা চালাাচ্ছে (attack on israel) হামাস। যেমনটা গত ৭ অক্টোবর তারা ঘটিয়েছিল। সেই হামালার রেশ ধরে ইজরায়েল ও হামাসের সংঘর্ষে পাঁচ হাজারের বেশি নিহত।

এই সংঘর্ষের ১৯তম দিনে আবারও ইজরায়েলে আছড়ে পড়ছে হামাসের রকেট। ফের দেশটির অতি সুরক্ষিত নিরাপত্তা বলয় নিয়েই প্রশ্ন উঠে গেল। কীভাবে বারবার হামাস গোষ্ঠি আয়রন ডোম বলে আলোচিত রকেট বিধ্বংসী ব্যবস্থা ভাঙতে পারছে? এই প্রশ্নে তীব্র সমালোচিত নিজেদের অতি সুরক্ষিত বলে দাবি করা ইজরায়েল সরকার।

ইজরায়েলি ফাইটার জেটগুলি বুধবার ভোরে গাজা উপত্যকায় আঘাত হানতে থাকে। হামাসের কমান্ড সেন্টার এবং অন্যান্য সম্পদ লক্ষ্য করে এবং ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়। এরপরই গাজা থেকে ইজরায়েলের হাইফা এবং ইলাত উভয় দিকেই দূরপাল্লার রকেট নিক্ষেপ করে। গাজা উপত্যকা থেকে একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। সেই রকেটটি ইলাত বা দক্ষিণের অন্য কোনো শহরে পড়ে। তবে আইডিএফ বলেছে ওই রকেট একটি খোলা জায়গায় পড়ায় কোনো ক্ষতি হয়নি।

Advertisements

এর আগে হাইফা এলাকার দিকে একটি দূরপাল্লার R160 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছিল হামাস। আইডিএফ জানিয়েছে সেই রকেটটি আকাশে বিস্ফোরিত হয়।

ইজরায়েলি ফাইটার জেটগুলি বুধবার ভোরে গাজা উপত্যকায় আঘাত হানতে থাকে। হামাসের কমান্ড সেন্টার এবং অন্যান্য সম্পদ লক্ষ্য করে এবং ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়। এরপরই গাজা থেকে ইজরায়েলের হাইফা এবং ইলাত উভয় দিকেই দূরপাল্লার রকেট নিক্ষেপ করে। গাজা উপত্যকা থেকে একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। সেই রকেটটি ইলাত বা দক্ষিণের অন্য কোনো শহরে পড়ে। তবে আইডিএফ বলেছে ওই রকেট একটি খোলা জায়গায় পড়ায় কোনো ক্ষতি হয়নি।