HomeWorldAttack On Gaza: ঘরে ঢুকে হামাস প্রধানকে খতম করল ইজরায়েল

Attack On Gaza: ঘরে ঢুকে হামাস প্রধানকে খতম করল ইজরায়েল

- Advertisement -

চনতি ইজরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী (জঙ্গি তালিকাভুক্ত) হানামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে খতম করেছে ইজরায়েল। প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে অভিযান (Attack on Gaza) চালিয়ে হামাসের প্রধানকে খতম করার বিষয়টি নিশ্চিত করেছে ইজরায়েল সরকার।

নিহত সিনওয়ার গতবছর (২০২৩) ৭ অক্টোবর ইজরায়েলে হামলা ও গণহত্যার পরিকল্পনা করেছিল। সেই ঘটনায় শিহরিত হয়েছিল বিশ্ব।ইজরায়েল সরকারের অতি সুরক্ষিত নিরাপত্তা বলয় ভেঙে  হামাস গোষ্ঠী গণহত্যা সংঘঠিত করেছিল। প্রত্যাঘাতে ইজরায়েলও গণহত্যা চালাচ্ছে। 

   

বিবিসি জানাচ্ছে  হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে  হত্যা গাজা যুদ্ধে ইজরায়েলের বিশাল সাফল্য বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি হামাসের রাজনৈতিক প্রধান হানিয়াকে মেরে ফেলা হয় ইরানে। ইরান সরকারের নিরাপত্তা বলয় ভেঙে  হানিয়ার হত্যায় ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ জড়িত বলে জানা গেছে।

সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের রেশ ধরে ইজরায়েল ও ইরান সংঘাত তীব্র। হামাস গোষ্ঠীর মিত্র ইরান। ফলে ইরান বারবার মিসাইল হামলা চালায় ইজরায়েলে। এর পর থেকে ইজরায়েল ও ইরানের যুদ্ধ লাগার মতো পরিস্থিতি। যার প্রভাব পড়ছে বিশ্বের জ্বালানি তেল সরবরাহ বাজারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস প্রধান পরিকল্পিত কোনো অভিযানে নিহত হয়নি, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহতে একটি ভবনে অভিযানে নিহত হয়।ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস প্রধানের হত্যা মানে যুদ্ধের সমাপ্তি নয়। এটি যুদ্ধ শেষের সূচনা।

ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মতে, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী ছিল ইয়াহিয়া সিনওয়ার। ওই হামলায় হামাস ১২০০ জনকে হত্যা করেছিল হাজার। ২৫১ জনকে বন্দি করে নিয়ে এসেছিল।

ইজরায়েলি সেনা বাহিনী বলছে, বুধবার গাজার রাফাহ শহরের একটি ভবনে অভিযান চালানো হয়েছিল।  তিনজন বন্দুকধারী দৌড়ে যাচ্ছিল। গুলি চালানো হলে তারা বিচ্ছিনি হয়ে যায়। হামাস প্রধান  ইয়াহিয়া সিনওয়ার একা ওই ভবনে ঢোকে। ড্রোন দিয়ে দেখা যায় সিনওয়ার একটি চেয়ারে বসে আছে।  ইজরায়েলি সেনারা ভবনে প্রবেশ করে মেরে ফেলে হামাস প্রধানকে ইয়াহিয়া সিনওয়ারকে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করতে কয়েক ঘণ্টা দেরি হয়েছিল কারণ ইয়াহিয়া সিনওয়ারের দাঁতের রেকর্ড ও আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখা হয়। ইজরায়েলের কাছে সিনওয়ারের জেনেটিক ডেটা সংরক্ষিত আছে। কারণ সে কয়েক দশক ইজরায়েলের জেলে ছিল।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular