সোনার খনি ধসে মৃত কমপক্ষে ৫, নিখোঁজ বহু

ফের বড় দুর্ঘটনা ঘটে গেল দেশে। এবার সোনার খনি ভেঙে (Gold Mine Collapsed) পড়ে অনেকের মৃত্যু ঘটল। কেনিয়ার উত্তরাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত পাঁচজন…

ফের বড় দুর্ঘটনা ঘটে গেল দেশে। এবার সোনার খনি ভেঙে (Gold Mine Collapsed) পড়ে অনেকের মৃত্যু ঘটল। কেনিয়ার উত্তরাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে খবর।

ঘটনাটি ঘটেছে হিলো খনিতে, যেখানে নিখোঁজ খনি শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আঞ্চলিক কমিশনার পল রোটিচ পাঁচ খনি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। নিখোঁজ আরও তিনজনের খোঁজে তল্লাশি চলছে। জানা যাচ্ছে,
মার্সাবিট কাউন্টির কমিশনার ডেভিড সারুনি সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের জন্য খনি ধসের জন্য দায়ী করেছেন। অঞ্চলটিতে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

   

ইতিমধ্যে ব্যাপক বন্যা এবং ভূমি ধসের ঘটনায় অনেকের শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। প্রতিকূল আবহাওয়া খনি কার্যক্রমের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলিকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে।