সমুদ্রতটে ভয়ঙ্কর জঙ্গি হামলায় ৩২ জনের মৃত্যু

নতুন করে আবারো এক ভয়ানক ঘটনায় কেঁপে উঠলো পূর্ব আফ্রিকার সোমালিয়া (Somalia)। ফের একবার দেশে এক কথায় রক্তের গঙ্গা বয়ে গেল। পূর্ব আফ্রিকার এই দেশটি…

সমুদ্রতটে ভয়ঙ্কর জঙ্গি হামলায় ৩২ জনের মৃত্যু

নতুন করে আবারো এক ভয়ানক ঘটনায় কেঁপে উঠলো পূর্ব আফ্রিকার সোমালিয়া (Somalia)। ফের একবার দেশে এক কথায় রক্তের গঙ্গা বয়ে গেল। পূর্ব আফ্রিকার এই দেশটি বরাবরই কোনো না কোনো কারণে শিরোনামে উঠে আসে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। এবার জানা যাচ্ছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় অন্তত ৩২ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

ইতিমধ্যে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব লিডো সৈকতে হামলার দায় স্বীকার করে নিয়েছে। শুক্রবার বিচ ভিউ হোটেলের প্রবেশ পথে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপর পরবর্তী হামলা শুরু হয় বন্ধুকধারীদের। ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আরও বেশ কয়েকজন হামলাকারী হোটেলটিতে ঢোকার চেষ্টা করে এবং কিছু হামলাকারী সৈকতে গিয়ে লোকজনের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।  

   

ঘটনার কিছু সময় আগেই সকলে সৈকতের হাঁটাচলা করছিলেন। কেউ হয়তো ভাবতেও পারেননি পর মুহূর্তে সকলের জন্য এক করুণ পরিণতি অপেক্ষা করছে। পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেন, ‘এই হামলায় ৩২ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং প্রায় ৬৩ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

Advertisements

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে সব হামলাকারীকে নিকেশ করেছে এবং বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল এমন আরেকজনকে আটক করেছে। এতে এক সেনা নিহত ও অপর এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানান তিনি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিচ ভিউ হোটেলের পাশে হামলাকারী নিজেকে উড়িয়ে দেওয়ার কিছুক্ষণ আগে তিনি বিস্ফোরক জ্যাকেট পরা এক হামলাকারীকে দেখেছেন। মোহাম্মদ মোয়ালিম ব্যক্তি আরও বলেন, হোটেলে তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধু নিহত ও অন্যরা আহত হয়েছেন।