Narendra Modi: মরিশাসে মোদির হাতধরে অটল বিহারী ইনস্টিটিউটের উদ্বোধন

atal-bihari-vajpayee-institute-inauguration-modi-ramgoolam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম বুধবার যৌথভাবে ‘অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশন’-এর উদ্বোধন করেছেন। মোদি জানিয়েছেন, এই প্রতিষ্ঠান শিক্ষা, গবেষণা ও জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে।

Advertisements

এক্স-এ এক পোস্টে মোদি লিখেছেন, “ড. নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে আমি অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউটের উদ্বোধন করেছি। এটি শিক্ষা, গবেষণা ও জনসেবার হাব হবে, যা ভবিষ্যতের জন্য নতুন ধারণা ও নেতৃত্ব গড়ে তুলবে। এটি আমাদের উন্নয়ন ও অগ্রগতির প্রতিশ্রুতিকেও শক্তিশালী করে।”

   

এদিন সকালে, মোদি মরিশাসের সর্বোচ্চ জাতীয় পুরস্কারে ভূষিত হন। ভারী বৃষ্টি সত্ত্বেও হাজার হাজার মানুষ জাতীয় দিবসে তাদের নেতাকে এই সম্মান গ্রহণ করতে দেখতে সমবেত হন। পুরস্কার গ্রহণের সময় মোদি বলেন, “মরিশাসের সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। এটি শুধু আমার নয়, ১৪০ কোটি ভারতীয়ের সম্মান। এটি ভারত ও মরিশাসের শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনের প্রতি শ্রদ্ধা। এটি আঞ্চলিক শান্তি, উন্নয়ন, নিরাপত্তা ও টেকসই ভবিষ্যতের প্রতি আমাদের প্রতিশ্রুতির স্বীকৃতি।”

Advertisements

মোদি এই সম্মান ভারত থেকে মরিশাসে অভিবাসীদের উৎসর্গ করেন, যারা এখানকার বৈচিত্র্যে অবদান রেখেছেন। তিনি বলেন, “আমি এই সম্মান বিনম্রতা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। এটি আমি আপনাদের পূর্বপুরুষদের উৎসর্গ করছি, যারা শতাব্দী আগে ভারত থেকে এসে মরিশাসের উন্নয়নে অবদান রেখেছেন। তাদের কঠোর পরিশ্রম এই দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।”

তিনি আরও জানান, ভারত-মরিশাস কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তার রয়েছে। “এই সম্মান আমার কাছে একটি দায়িত্ব। আমরা ভারত-মরিশাস সম্পর্ককে আরও শক্তিশালী করতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাব,” বলেন মোদি।