পাকিস্তানে নিরাপদ নন মুসলিমরা, গুলি করে ৩৮ জনকে খুন

Pakistan gun attack

Pakistan: রক্তাক্ত পাকিস্তান। বহু মৃত্যু। গুলি করে খুন করা হলো শিয়া সম্প্রদায়ের মুসলিমদের। রক্তাক্ত দেহগুলো নিয়ে যাওয়ার সময় চারপাশে তীব্র আতঙ্ক ছড়ায়। ঘটনা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের।

খাইবার পাখতুনখাওয়ার নিম্ন কুররাম এলাকায় যাত্রীবাহী ভ্যানে হামলা চালানো হয়। এই প্রদেশের মুখ্যসচিব নাদিম আসলাম চৌধুরী বলেছেন “মৃত্যুর সংখ্যা বাড়তে পারে”।

   

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট আলিজাই বলেছেন, আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে এবং কিছুকে পেশোয়ারে রেফার করা হচ্ছে। তিন মহিলাহ ৩৮ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ অনেকেই আশঙ্কাজনক।

মুসলিম সংখ্যাগুরু পাকিস্তান। এ দেশে সিংহভাগ মুসলিম সুন্নি মতালম্বী। অভিযোগ, পাকিস্তানে যেমন অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হন তেমনই শিয়া মতালম্বী মুসলিমরাও আক্রান্ত হন। খাইবার পাখতুনখাওয়ায় যেভাবে প্রকাশ্যে গুলি করে শিয়া মতালম্বীদের খুন করা হয়েছে তাতে বিশ্ব শিহরিত।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, নিরপরাধ যাত্রীদের উপর হামলা করা একটি কাপুরুষোচিত এবং অমানবিক কাজ।এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে। তিনি আহতদের সময়মতো চিকিৎসা সহায়তার আহ্বান জানান।

গত কিছুদিন ধরে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ একাধিক নাশকতায় রক্তাক্ত। বালোচ বিদ্রোহীদের হামলায় ১৪জন সেনার মৃত্যুর পর সেনা অভিযানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই নির্দেশের পর এবার গুলি করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নির্বিচারে যাত্রীদের খুন করা হলো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন