Kazi Nazrul Islam: মোড় ঘুরছে বিতর্কের, নজরুল পরিবার চাইল চুক্তিপত্র

“কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন…” এই বি়খ্যাত শ্যামা সঙ্গীত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। এই দীপাবলি উৎসবে কবি নজরুলের (Kazi Nazrul Islam) আরও…

Anindita kazi Kazi Nazrul Islam: মোড় ঘুরছে বিতর্কের, নজরুল পরিবার চাইল চুক্তিপত্র

“কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন…” এই বি়খ্যাত শ্যামা সঙ্গীত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। এই দীপাবলি উৎসবে কবি নজরুলের (Kazi Nazrul Islam) আরও এক সৃষ্টি বিতর্ক তৈরি করেছে। এই বিতর্কের কেন্দ্রে এ আর রহমানের নিজস্ব সুরারোপিত বিকৃত নজরুলগীতি ‘কারার ওই লৌহ কপাট’। ভারত ও বাংলাদেশ থাকা কবি নজরুল ইসলামের পরিবার ও বর্তমান আত্নীয়রা ক্ষুব্ধ। বাঙালিরা ক্ষুব্ধ।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতি করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এটা নিয়ে সমালোচনা এখন তুঙ্গে। এবার চুক্তিপত্র প্রকাশ্যে আনার দাবি জানানো হল।কবি কাজী নজরুল ইসলামের নাতনি প্রয়াত সঙ্গীতশিল্পী কল্যাণী কাজীর কন্যা ফেসবুকে একটি পোস্ট করেছেন।সেখানে তিনি এই দাবি তুলেছেন।

   

অনিন্দিতা লিখেছেন, ‘আমি অনিন্দিতা কাজী, কাজী নজরুল ইসলামের নাতনি, বর্তমানে নিউ জার্সি প্রবাসী। দাদুর ‘কারা ওই লৌহ কপাট’ গানটির সুরবিকৃতি ঘটিয়েছেন বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী এ আর রহমান।’

তিনি আরও বলেন, ‘গোটা বিশ্ব জুড়ে এখন বিতর্কের ঝড়, তোলপাড়। আমার মা কল্যাণী কাজী, যার বেঁচে থাকাই ছিল নজরুলকে নিয়ে, নজরুলকে ঘিরে, নজরুলকে তিনি ধারণ করেছিলেন। তিনি ২০২১ সালে গানটি অবিকৃত রেখে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বলে জানতে পারি। কিন্তু এর পরিণতি এমন হবে, তিনি মৃত্যুর পরেও ভাবতে পারেননি বোধ হয়।’

অনিন্দিতা তার পোস্টে বলেন, ‘অনেকেই নাকি প্রশ্ন তুলেছেন, প্রচুর টাকার বিনিময়ে গানটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এই প্রসঙ্গে অনিন্দিতা লেখেন, ‘সে ক্ষেত্রে ২০২১ সালে কী এগ্রিমেন্ট হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন, তা হলে সব বিতর্কের অবসান হবে। এবং যারা এগ্রিমেন্ট-এর বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাবে।’

তিনি আরও জানান, ‘সংবাদমাধ্যমে তিনি জানতে পারেন, চুক্তির কাগজ রয়েছে তার ভাই কাজী অনির্বাণের কাছে। অনিন্দিতা লেখেন, ‘পরিবারের অন্যতম সদস্য হিসেবে আমি সেটা দেখতে চাই, পেতে চাই ও বিষয়টি পরিষ্কার করতে চাই। সকলের সহযোগিতা চাইছি।’