আল-কায়েদার যোগ, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা – গুজরাট ATS-এর জালে চার সন্ত্রাসবাদী

আল-কায়েদার মতাদর্শ ছড়ানোর অভিযোগে চার সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (Gujrat ATS)। জাল মুদ্রা চক্র চালানো ও বিশ্বব্যাপী জঙ্গি ভাবনার প্রচারের সঙ্গে জড়িত থাকার…

Intruder arrested after 28 years

আল-কায়েদার মতাদর্শ ছড়ানোর অভিযোগে চার সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (Gujrat ATS)। জাল মুদ্রা চক্র চালানো ও বিশ্বব্যাপী জঙ্গি ভাবনার প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া চারজন হলেন—মোহাম্মদ ফয়ক, মোহাম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি এবং জিশান আলী। তাদের মধ্যে একজনকে অন্য রাজ্য থেকে ধরে আনা হয়েছে বলে জানিয়েছে ATS। রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে আলোচনা করার পর এই চারজন ATS রাডারে এসেছেন।

সূত্রের খবর, ধৃতরা আল-কায়েদার মতাদর্শ প্রচারে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সন্দেহজনক মেসেজিং অ্যাপ ব্যবহার করত। নিজেদের কার্যকলাপ গোপন রাখতে একটি অটো-ডিলিট অ্যাপও ব্যবহার করত তারা, যা চ্যাটের সব রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলত।

   

গুজরাট ATS কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত। তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আল-কায়েদার সংস্পর্শে এসেছিল। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও চ্যাট ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisements

উল্লেখ্য, আল-কায়েদার জন্ম হয়েছিল ওসামা বিন লাদেনের পরামর্শদাতা শেখ আবদুল্লাহ আযযামের প্রতিষ্ঠিত মাখতাব আল-খিদামত থেকে। এই সংগঠনটি আফগানিস্তানে জঙ্গিদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল-কায়েদা ও তার সহযোগী সংগঠনগুলি আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক অঞ্চলে হামলার ছক কষে এবং তা বাস্তবায়ন করে এসেছে।

১৯৯১ সাল পর্যন্ত সংগঠনটির মূল ঘাঁটি ছিল আফগানিস্তান ও পাকিস্তানের পেশোয়ারে। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানদের আশ্রয়ে আফগানিস্তান থেকেই চালানো হত আল-কায়েদার কার্যকলাপ, ওসামা বিন লাদেন ও অন্যান্য জঙ্গি নেতাদের নেতৃত্বে।