Air India: ভারত-কানাডা কূটনৈতিক সংঘাত চলছে। এর মাঝে Air India বিমানের জরুরি অবতরণ হলো কানাডায়! ওই বিমানে বোমা হামলার হুমকি আসে।
দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মঙ্গলবার বোমার হুমকির পরে কানাডার একটি বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।
ফ্লাইট AI127 উড়ানের পর অনলাইনে পোস্ট করা হুমকি দেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কানাডার ইকালুইট বিমানবন্দরে অবতরণ করেছে ওই বিমান।
Air India জানিয়েছে,বিমান এবং যাত্রীদের নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী বিশেষ পরীক্ষা করা হয়।”
আরও জানা গেছে, 3টি ফ্লাইটে 3টি হুমকি আসে বলে জানা গেছে। দুটি ইন্ডিগোএবং একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। দুটি ইন্ডিগো ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা ছিল 258 জন৷