মদ্যপ অবস্থায় উড়ান, ‘স্মেল টেস্ট’-এ ফেল এয়ার ইন্ডিয়ার পাইলট: কড়া ব্যবস্থার দাবি

ভ্যাঙ্কুভার: বিদেশের মাটিতে বড়সড় কেলেঙ্কারির মুখে এয়ার ইন্ডিয়া (Air India)। মদ্যপ অবস্থায় বিমান চালাতে গিয়ে কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়লেন এক পাইলট। ঘটনার গুরুত্ব…

air india pilot drunk

ভ্যাঙ্কুভার: বিদেশের মাটিতে বড়সড় কেলেঙ্কারির মুখে এয়ার ইন্ডিয়া (Air India)। মদ্যপ অবস্থায় বিমান চালাতে গিয়ে কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়লেন এক পাইলট। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি ওই পাইলটকে বিমান থেকে নামিয়ে দেয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP)। এই ঘটনায় আন্তর্জাতিক বিমান চলাচল বিধির চরম লঙ্ঘনের অভিযোগ তুলে কঠোর তদন্ত শুরু করেছে কানাডার পরিবহন দফতর ‘ট্রান্সপোর্ট কানাডা’।

Advertisements

ঠিক কী ঘটেছিল?

গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভ্যাঙ্কুভার থেকে ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার AI186 বিমানে এই ঘটনা ঘটে। বিমানটি ওড়ানোর জন্য তৈরি ছিলেন ওই ক্যাপ্টেন। কিন্তু তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। বিমান থেকে নামিয়ে তাঁর দু’বার ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত করে পুলিশ। এর ফলে মাঝ আকাশেই বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

   

আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ

কানাডার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়াকে পাঠানো একটি চিঠিতে জানিয়েছে, এই ঘটনা ‘কানাডিয়ান অ্যাভিয়েশন রেগুলেশন’ (CAR)-এর ৬০২.০২ এবং ৬০২.০৩ ধারা লঙ্ঘন করেছে। এছাড়াও এয়ার ইন্ডিয়ার বিদেশি এয়ার অপারেটর সার্টিফিকেটের শর্তও ভঙ্গ হয়েছে। এই অপরাধে পাইলট এবং বিমান সংস্থা— উভয়ের বিরুদ্ধেই কড়া আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে কানাডা প্রশাসন।

এয়ার ইন্ডিয়াকে সময়সীমা বেঁধে দিল কানাডা

ট্রান্সপোর্ট কানাডা এই ঘটনার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়াকে একটি অভ্যন্তরীণ তদন্ত করার নির্দেশ দিয়েছে। তাদের সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (SMS)-এর অধীনে কী কী সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট আগামী ২৬ জানুয়ারি, ২০২৬-এর মধ্যে জমা দিতে বলা হয়েছে।

কী বলছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ?

এই অপ্রীতিকর ঘটনার জেরে নির্ধারিত বিমানটি ছাড়তে দেরি হয়। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন:

অভিযুক্ত পাইলটকে তৎক্ষণাৎ ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করা হচ্ছে।

তদন্তে দোষী প্রমাণিত হলে ওই পাইলটের বিরুদ্ধে কঠোরতম বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

চরম ভোগান্তিতে যাত্রীরা

ককপিট থেকে পাইলটকে অফলোড করার পর অন্য এক পাইলটের ব্যবস্থা করতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ফলে ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় কয়েকশো যাত্রীকে। গত কয়েক বছরে এয়ার ইন্ডিয়ার কর্মীদের আচরণ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে, তবে ভ্যাঙ্কুভারের এই ঘটনা বিমান সুরক্ষা এবং আন্তর্জাতিক নিয়মনীতির ওপর এক বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।

World: Air India pilot offloaded at Vancouver airport after failing breathalyzer tests. Canadian authorities flag major safety violations and set a January 26 deadline for a report. AI186 flight to Delhi delayed as pilot faces strict disciplinary action.

Advertisements