গাজা উপত্যাকায় আবার নতুন করে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস অনুপ্রবেশ শুরু করেছে। এই খবর সামনে আসতেই গোটা গাজা উপত্যকায় সতর্কতা জারি করেছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। রিপোর্ট অনুযায়ী ইজরায়েলের দক্ষিণ অঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় ২ থেকে ৩ জন অনুপ্রবেশ করেছে। ওই এলাকায় দ্রুত সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এবং গাজার সাধারণ মানুষকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হামাস আক্রমণের পর ৯ দিন পার হয়েছে। চলছে অনবরত গোলাবৃষ্টি। এরমাঝে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় সম্ভাব্য স্থল হামলার বিষয়ে ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওই অঞ্চল ছেড়ে দক্ষিণে সরে যাওয়ার জন্য তিন ঘণ্টার সময়সীমা দিয়েছে। এবার দক্ষিণঞ্চলে সন্দেহভাজন কয়েকজনকে দেখে উত্তেজনা বাড়ছে গোটা এলাকায়।
প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার আকাশপথে গাজা ভূখণ্ডে বোমা বর্ষণ করে গিয়েছে ইজরায়েল। এই হামলায় এখনও পর্যন্ত ২,৩২৯ জন প্যালেস্টিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ইজরায়েলেও গত শনিবার থেকে ১,৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।