Afghanistan: বাঁচাও আমাদের, ভয়ঙ্কর তালিবান জঙ্গিদের বিশ্বজোড়া আবেদন

আফগানিস্তানের (Afghanistan) ভূমিকম্পে এক হাজারের বেশি নিহত বলে দাবি করা হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে। কারণ, দেশটির দুর্গম পাহাড়ি গ্রামগুলিতে এখনও পৌঁছনো যায়নি। লন্ডভণ্ড…

strike against taliban

আফগানিস্তানের (Afghanistan) ভূমিকম্পে এক হাজারের বেশি নিহত বলে দাবি করা হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে। কারণ, দেশটির দুর্গম পাহাড়ি গ্রামগুলিতে এখনও পৌঁছনো যায়নি। লন্ডভণ্ড পরিস্থিতি। পুরো আফগানিস্তানে জুড়ে শুধু মৃতদেহ ছড়িয়ে। অগনিত দেহ কোনওরকমে মাটি চাপা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির শাসক তালিবান জঙ্গিরা বিশ্বজোড়া সাহায্যের আবেদন জানাল।

বাঁচাও আমাদের। এমনই আবেদন করা হয়েছে তালিবান জঙ্গিদের তরফে। আফগান রাজধানী কাবুল থেকে তাদের আবেদন নিয়ে আলোচনা তুঙ্গে, কারা কারা দেবে সাহায্য।

   

বুধবার আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়।কমপ্লেক্স এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা আফগান প্রশাসনের। প্রত্যন্ত অঞ্চলের দুর্গতদের উদ্ধার সম্ভব হয়নি। তবে ওষুধ ও খাবার পৌঁছে দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এমনই জানিয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রক কর্মকর্তা সালাহউদ্দিন আয়ুবি। তিনি জানান, পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলিতে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে হচ্ছে। সেখান থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সময় লাগবে।

বিবিসি জানাচ্ছে, ২০০২ ‍সালের পর আফগানিস্তানে এর আগে কোনও ভূমিকম্পে এত মৃত্যু হয়নি।

ভূমিকম্পের পরপর তালিবান জঙ্গিদের প্রধান তথা আফগান সরকারের মাথা হিবাতুল্লাহ আখুন্দজাদা জানায়, ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।