লিমা: যুব সম্প্রদায় আপোষ করে না, প্রতিবাদ, আন্দোলন করে রক্তক্ষয়ী সংরামের মধ্যে দিয়ে হলেও নিজেদের দাবি পূরণ করে ছাড়ে! বর্তমানে বিশ্বের একাধিক দেশে একনায়কতন্ত্রকে উপড়ে ফেলে দুর্নীতিমুক্ত, জনহিতাকাঙ্ক্ষী সরকার গড়তে প্রতিবাদের মুখ Gen-Z। ১২ থেকে ২৮ বছরের তাজা প্রাণগুলো বন্দুকের সামনে দাঁড়াতেও ভয় পায় না। তাঁদের হাত ধরেই গণঅভ্যুত্থানের সাক্ষী থেকেছে বাংলাদেশ এবং সম্প্রতি নেপাল।
এবার এই জেন-জি আন্দোলনেই উত্তাল বিশ্বের অপর প্রান্তের দক্ষিণ আমেরিকার দেশ পেরু। যে দেশের মাটিই সংগ্রামের কথা বলে। অধিকার দেওয়া না হলে তা আন্দোলনের মাধ্যমে হাসিলের কথা বলে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, শনিবার শতাধিক সরকার বিরোধী বিক্ষোভকারী সংঘবদ্ধ অপরাধ, দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পেরুর রাজধানীর রাস্তায় নেমে আসেন।
আন্দোলনকারী এবং লিমা পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ দেখা যায়। আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর জবাবে, স্থানীয় বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও লাঠি ছুঁড়লে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী লিমার একাংশ। দিনা বলুয়ার্তে সরকারের বিরুদ্ধে প্রায় ৫০০ জন আন্দোলনকারী শহরের কেন্দ্রস্থলে জমা হন।
গণতন্ত্রকে ধ্বংস করে সরকারের একনায়ক্তন্ত্র, দুর্নীতি, তছরুপীর বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় জেন-জি। সূত্রের খবর, বিক্ষোভকারীরা লিমার নির্বাহী ও কংগ্রেস ভবনে পৌঁছানোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়। পুলিশের মতে, সংঘর্ষে কমপক্ষে তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
