Africa: রক্তাক্ত আফ্রিকা, সোনার খনিতে তুমুল সংঘর্ষে নিহত শতাধিক শ্রমিক

রক্তাক্ত আফ্রিকার (Africa) দেশ চাদ। এই দেশে সোনার খনির মধ্যে শ্রমিকদের মৃতদেহ স্তূপ করে রাখা আছে। ভয়াবহ পরিস্থিতি। কমপক্ষে ১০০ জন শ্রমিক নিহত। তবে এই…

gold miners in Chad

রক্তাক্ত আফ্রিকার (Africa) দেশ চাদ। এই দেশে সোনার খনির মধ্যে শ্রমিকদের মৃতদেহ স্তূপ করে রাখা আছে। ভয়াবহ পরিস্থিতি। কমপক্ষে ১০০ জন শ্রমিক নিহত। তবে এই সংখ্যা আরও বেশি বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর।

বিবিসি জানাচ্ছে, গত ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে চাদ দেশের কৌরি বোগৌদিতে সংঘর্ষ হয়। দুই শ্রমিকের তর্ক থেকে এই সংঘর্ষ শুরু হয় বলে জানান চাদের জেনারেল দাউদ ইয়াইয়া। তিনি জানান, সংঘর্ষ পুরোপুরি দুটি গোষ্ঠিতে ছড়ায়। ওই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন।

চাদের প্রতিরক্ষামন্ত্রী জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আগেও এমন সংঘর্ষ হয়েছে সোনার খনিতে। আপাতত কাজ বন্ধ।

অন্যদিকে সেনা বাহিনীর বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ উঠেছে। ওই অঞ্চলের এক সরকার বিদ্রোহী গোষ্ঠী বিবৃতিতে বলেছে, পরিস্থিতি সামলানোর নামে সেনা বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে।