Afghanistan: ইউক্রেনে বন্ধ হোক রক্তাক্ত অভিযান, দাবি তালিবান জঙ্গি সরকারের

ইউক্রেনে আসুক শান্তি। আমরা চাই সেখানে রক্তপাত বন্ধ হোক। এমনই বার্তা দিল আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান সরকার। আফগান রাজধানী (Afghanistan) কাবুল থেকে আন্তর্জাতিক মহলে বার্তা…

ইউক্রেনে আসুক শান্তি। আমরা চাই সেখানে রক্তপাত বন্ধ হোক। এমনই বার্তা দিল আফগানিস্তানের বর্তমান শাসক তালিবান সরকার। আফগান রাজধানী (Afghanistan) কাবুল থেকে আন্তর্জাতিক মহলে বার্তা দিয়েছে তালিবান জঙ্গি সরকার। তাদের তরফে রাশিয়া ও ইউক্রেন দুই সরকারকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

তালিবান জঙ্গি সরকারের বিদেশ বিভাগের মুখপাত্র আব্দুল কাহার বালখির দাবি, বিদেশ নীতি অনুসারে দুই দেশের দরকার সংযত হওয়া। আরও জানানো হয়, ইউক্রেনের পরিস্থিতি বিশেষ দৃষ্টিতে বিশ্লেষণ করা হচ্ছে।

বিশ্বের অন্যতম জঙ্গি সংগঠনটি গতবছর ১৫ আগস্ট দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানের ক্ষমতা দখল করে। মার্কিন সেনা কাবুল ছেড়ে চলে যেতেই তালিবান সরকার প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানে।

তালিবান তরফে শান্তি বার্তায় বিশ্ব চমকিত। তবে বর্তমান তালিবান সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিবিড়। মস্কোর তরফে তালিবান সরকারকে বারবার আন্তর্জাতিক মঞ্চে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠনের আগে তালিবান সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, তালিবানই এখন আফগানিস্তানের ভবিতব্য।

বিবিসি ও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, তালিবান আমলে ফের নৃশংসতার ঘটনা আসছে আফগানিস্তান থেকে।