ইমরান খান কোথায়? মৃত্যু গুজবের মধ্যেই এল পাকিস্তানের আদিয়ালা জেলের প্রতিক্রিয়া

Imran Khan Adiala Jail Restrictions

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে জল্পনার আবহে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষের বাইরে তীব্র উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে অবশেষে জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং কারাগারেই রয়েছেন।

জেল কর্তৃপক্ষের বিবৃতি: জল্পনা ভিত্তিহীন

জিও নিউজ সূত্রে খবর, আদিয়ালা জেল প্রশাসন বুধবার (মঙ্গলবার রাতে বিক্ষোভের পর) এক বিবৃতিতে ইমরানের স্বাস্থ্য নিয়ে ছড়ানো জল্পনাকে “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং তাঁকে “সম্পূর্ণ চিকিৎসা সহায়তা” দেওয়া হচ্ছে।

   

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, “আদিয়ালা জেল থেকে তাঁর স্থানান্তরের খবর সম্পূর্ণ অসত্য। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।” উল্লেখ্য, দুর্নীতি এবং সন্ত্রাসের একাধিক মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দী রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খান।

 আদিয়ালা জেলের বাইরে তীব্র বিক্ষোভ Adiala Jail Imran Khan Rumours Protest

ইমরান খানের বোন নোরিন খান (নিয়াজি), আলিমা খান এবং উজমা খান-সহ হাজার হাজার পিটিআই (PTI) কর্মী গত দু’দিন ধরে আদিয়ালা জেলের চেকপোস্টের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন।

পরিবারের অভিযোগ—আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত কয়েক সপ্তাহ ধরে তাঁদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ইসলামাবাদ হাইকোর্ট সপ্তাহে দু’বার পরিবারের সঙ্গে দেখা করার অধিকার দিলেও, তা কার্যকর হচ্ছে না বলে তাঁদের দাবি।

সহিংস বিক্ষোভ: বুধবার জেলের বাইরে পিটিআই কর্মীদের তুমুল ভিড় হয় এবং তারা সহিংস প্রতিবাদ শুরু করে। একদল কর্মী জেল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বলেও খবর পাওয়া যায়।

বিক্ষোভ প্রত্যাহার: পরে জেল কর্মকর্তা ও পুলিশ আলিমা খানকে আশ্বস্ত করেন যে ইমরানের সঙ্গে তাঁদের সাক্ষাতের ব্যবস্থা করা হবে। এই আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার অথবা আগামী মঙ্গলবার ইমরানের সঙ্গে তাঁর বোনদের দেখা করার অনুমতি দেওয়া হবে।

আগের ঘটনা: গত সপ্তাহেও ইমরানের বোনেরা একই দাবিতে বিক্ষোভ করলে পুলিশ তাঁদের রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং কিছু সময়ের জন্য আটক করে বলে অভিযোগ রয়েছে।

‘জেলে ফাইভ স্টার সুবিধা পাচ্ছেন ইমরান’

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন যে ইমরান খান অতীতে জেলে থাকার চেয়ে এবার অনেক বেশি আরাম পাচ্ছেন।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, “ইমরানের জন্য যে খাবারের মেনু আসে, তা পাঁচ তারকা হোটেলেও পাওয়া যায় না।”

তিনি আরও দাবি করেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য টিভি, ব্যায়ামের সরঞ্জাম এবং অন্যান্য আধুনিক সুবিধা রয়েছে। এমনকি তাঁকে ডাবল বেড এবং একটি “ভেলভেট ম্যাট্রেস” দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

আসিফ নিজের জেলজীবনের সঙ্গে ইমরানের অবস্থার তুলনা করে বলেন, তিনি নিজে ঠান্ডা মেঝেতে ঘুমিয়েছেন এবং সাধারণ জেলের খাবার খেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ এবং পাল্টা অভিযোগ-পাল্টা অভিযোগ পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতাকেই আরও বাড়িয়ে তুলছে। ইমরান খানের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তাঁর সমর্থকদের মধ্যে উত্তেজনা বজায় রেখেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন