পাকিস্তানে মৃত্যু ২৬/১১ হামলার মূলচক্রী মাক্কির, কী হয়েছিল হাফিজ-ভগ্নিপতির?

ইসলামাবাদ: ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী ছিলেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তইবার উপপ্রধান (ডেপুটি চিফ) আব্দুল রহমান মাক্কির! সম্পর্কে লস্করের প্রতিষ্ঠাতা…

abdul rehman makki dies lahore

ইসলামাবাদ: ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী ছিলেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তইবার উপপ্রধান (ডেপুটি চিফ) আব্দুল রহমান মাক্কির! সম্পর্কে লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ভগ্নিপতি ছিলেন তিনি৷ যদিও তাঁর মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়েছিল লস্কর জঙ্গির। গত কয়েক দিন ধরে লাহোরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ শুক্রবার সেখানেই মৃত্যু হয় তাঁর৷ (abdul rehman makki dies lahore)

‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা abdul rehman makki dies lahore

গত বছর আব্দুল রহমান মাক্কিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। জঙ্গিদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ, জম্মু-কাশ্মীরে তরুণ সম্প্রদায়কে সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহিত করা ও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছিল৷ তিনি আমেরিকার খাতাতেও ছিলেন মোস্ট ওয়ান্টেড৷ মার্কিন প্রশাসন তাঁর মাথায় দাম দিয়েছিল ২৫ হাজার ডলার৷ 

   

মুম্বই হামলার মাস্টারমাইন্ড abdul rehman makki dies lahore

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালানো হয়। প্রাণ হারান ১৬৬ জন নিরপরাধ মানুষ৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় ৯ জঙ্গি৷ একমাত্র জীবিত ধরা পড়ে আজমল আমির কসভ৷ পরে তাঁকে ফাঁসি দেওয়া হয়৷ আবর সাগরের পড়ে সেই হামলার নীল নকশা তৈরি হয়েছিল মাক্কির নেতৃত্বে৷ তিনি ছিলেন এই হামলার অন্যতম মাস্টার মাইন্ড৷ পরে হাফিজ ও মক্কি দু’জনকেই গ্রেফতার করে পারক পুলিশ৷ 

মাক্কিকে গ্রেফতার abdul rehman makki dies lahore

২০১৯ সালের মে মাসে পাকিস্তান সরকার মাক্কিকে গ্রেফতার করার পর লাহোরে গৃহবন্দি করে রাখে। ২০২০ সালে, পাকিস্তানের নিম্ন আদালত সন্ত্রাসবাসী কাজকর্মে আর্থিক মদত দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর পর থেকে আর মাক্কিকে প্রকাশ্যে দেখা যায়নি৷ 

মুম্বাই হামলার আগে থেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর নজরে ছিলেন মাক্কি৷ তাঁর গতিবিধির উপর কড়া নজর ছিল গোয়েন্দাদের৷  ২০০০ সালের লাল কেল্লা হামলার নেপথ্যেও ছিল তাঁরই মস্তিষ্ক৷ ওই বছর ২২ ডিসেম্বর লাল কেল্লায় আক্রমণ চালায় ছয়জন লস্কর-ই-তৈবা (LeT) জঙ্গি৷ ২০১৮ সালে, মাক্কির জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা রাইজিং কাশ্মীর পত্রিকার প্রধান সম্পাদক শুজাত বুখারি এবং তাঁর দুই নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে। এই ঘটনাটি কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের এক উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়।

World: Abdul Rehman Makki, deputy chief of Lashkar-e-Taiba and a key 26/11 Mumbai attacks conspirator, dies of a heart attack in Lahore. Known as the brother-in-law of Hafiz Saeed, Makki was labeled an international terrorist by the UNSC.