স্কুলের রাইফেল দলে জায়গা হয়নি, সেই থমাসের নিশানায় ট্রাম্প! ভোল পাল্টানো ছেলের কাণ্ডে হতবাক এফবিআই

স্কুলের রাইফেল দলে জায়গা না পাওয়া কুড়ি বছরের ছেলেটা যে কী করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করতে গেল, এই রহস্যের সমাধান করতে পারছেন না এফবিআই…

donald trump

স্কুলের রাইফেল দলে জায়গা না পাওয়া কুড়ি বছরের ছেলেটা যে কী করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করতে গেল, এই রহস্যের সমাধান করতে পারছেন না এফবিআই থেকে তাঁর পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, তাঁর প্রাক্তন সহপাঠীর বক্তব্য অনুসারে জানা গিয়েছে, থমাস ক্রুক এমন ঘটনা ঘটাতে পারে এটা কল্পনাতীত। তাঁর স্কুলে সুনাম না থাকলেও বদনাম নেই বলে জানা গিয়েছে। এই বালক স্কুলে চুপচাপ থাকত বলেই খবর। একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে ২০২২ থমাস হাই স্কুল থেকে গ্রাজুয়েট হয়েছিল।

বাংলার পড়শি নেপালে বাম-কংগ্রেস জোট সরকার, মাওবাদী প্রচণ্ডর পতন নিশ্চিত

   

একটি বিদেশী দৈনিককে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে জানা গিয়েছে,তাঁর এক সহপাঠী বলেছেন ক্রুকসের আগ্রহ ছিল কম্পিউটার তৈরি এবং গেম খেলার উপর। ক্রুকস একটি নার্সিং হোমে ফুড ডেলিভারি হেল্পার হিসাবে কাজ করতেন। রেকর্ড অনুযায়ী, আততায়ীরবাবা এবং মা দু’জনেই আচরণ সংক্রান্ত কাউন্সেলিং করে থাকেন। তাঁদের পুত্রের মধ্যেও আচরণগত কোনও পরিবর্তন, তাঁরা লক্ষ করেছিলেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনই বিস্তারিত ভাবে মুখ খুলতে চায়নি তরুণের পরিবার।

রাখে খ্রিষ্ট মারে কে…কারা গুলি করল ট্রাম্পকে? মার্কিন প্রেসিডেন্ট খুন নতুন কিছু নয়

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প যে মঞ্চে বক্তব্য রাখছিলেন সেখান থেকে ক্রুকস ১৫০ গজ (১৪০ মিটার) দূরে একটি বাড়ির ছাদে ঘাঁটি গেঁড়ে বসেন। যেখানে ট্রাম্পের মঞ্চ বাঁধা হয়েছিল, তার থেকে ১৩০ গজ (১১৯ মিটার) দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যেরা। তাঁরা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। তাতেই মৃত্যু হয় তরুণের।

যুদ্ধে আর্থিক বিপর্যয়, ৪৬ হজার ইজরায়েলি কোম্পানি বন্ধ

ওই আততায়ীর বাবা ম্যাথু ক্রুক আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন, কী ভাবে তাঁদের ছেলে এই কাজ করল, তা বোঝার চেষ্টা করছেন। তদন্তকারী সংস্থা এফবিআই জানায়, হামলাকারী বছর কুড়ির এক তরুণ। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন তিনি। তাঁর ছোড়া গুলিতে আরও এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়। দু’জন গুরুতর জখম হন।