সাতসকালেই কেঁপে উঠল…! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩

Earthquake Strikes Again, Locals Flee Their Homes in Panic

শুক্রবার সাতসকালেই কেঁপে উঠল দেশ। একটি সংবাদ সংস্থায় প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে চিলি- আর্জেন্টিনার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.৩।

Advertisements

 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে যে, ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার (১৯ জুলাই) ভোরে, উত্তর চিলির ত্রিপল সীমান্তের কাছে, আন্তোফাগাস্তা শহরে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা। চিলি, বলিভিয়া এবং আর্জেন্টিনা – এই তিন দেশের সীমান্ত রয়েছে ওই এলাকায়। তিন দেশেই কম-বেশি অনুভূত হয়েছে কম্পন। দক্ষিণ পেরুতেও জোরালো কম্পন অনুভূত হয়েছে।

Advertisements

যদিও এই ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মাটি থেকে ১৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। মাটির এত নীচে ভূমিকম্প সৃষ্টি হলে, সাধারণত ভূপৃষ্ঠে ততটা প্রভাব পড়ে না। তবে, এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।