Canada: খালিস্তানি শিখ জঙ্গি নেতাকে খুনের জেরে মন্দিরে ভাঙচুর

Khalistani supporter

ভারত বিরোধী শিখ বিচ্ছিন্নতাবাদী-জঙ্গি গোষ্ঠি বলে চিহ্নিত খালিস্তানপন্থীদের হামলায় ক্ষতিগ্রস্থ মন্দির। কানাডায় (canada) এই হামলা হয়েছে। মন্দিরে পোস্টার সাঁটিয়েছে খালিস্তানি সংগঠন।

বিবিসির খবর,শনিবার মধ্যরাতে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে। খালিস্তান গণভোটের দাবি তোলা পোস্টার মন্দিরের প্রধান দরজায় সাঁটানো হয়েছে। সেই পোস্টারে লেখা, “কানাডা ১৮ জুন হত্যাকাণ্ডে ভারতের ভূমিকার তদন্ত করছে”। এতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের ছবিও ছিল।

   

হরদীপ সিং নিজ্জার কানাডার সারেত এলাকায় গুরু নানক শিখ গুরুদোয়ারা সাহিবের প্রধান ছিলেন। গত 18 জুন সন্ধ্যায় গুরুদ্বার প্রাঙ্গণে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে হত্যা করে। জঙ্গি সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান হিসেবে তার নাম আছে ভারতীয় গোয়েন্দা বিভাগের প্রকাশ করা তালিকায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন