ম্যানিলা: ফিলিপিন্সে ফের প্রকৃতির তাণ্ডব। শুক্রবার ভোরে ৭.৬ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ। দেশের ভূকম্পবিদ্যা সংস্থা ফিভলক্স (Phivolcs) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলবর্তী সমুদ্র এলাকায়, সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
সুনামি সতর্কতা জারি
কম্পনের পরপরই সুনামি সতর্কতা জারি করে উপকূলবর্তী জনপদে ব্যাপক তৎপরতা শুরু হয়। ফিভলক্সের তরফে জানানো হয়েছে, মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূল অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ উচ্চভূমিতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি সতর্ক করেছে, মূল ভূমিকম্পের পর আরও আফটারশক ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। দাভাও ওরিয়েন্টালের গভর্নর এডউইন জুহাবিব স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ভূমিকম্পের তীব্রতায় মানুষ রাস্তায় ছুটে বেরিয়ে আসে। কয়েকটি ভবনে ফাটল ধরেছে বলেও খবর পেয়েছি। সত্যিই ভয়ানক অভিজ্ঞতা।”
উত্তাল সমুদ্র 7.6 magnitude earthquake hits Mindanao
হাওয়াইয়ের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। ফিলিপিন্সের উপকূলজুড়ে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়া ও পালাউয়ের উপকূলে তুলনামূলক কম উচ্চতার সুনামি ঢেউ দেখা যেতে পারে বলেও সতর্কবার্তা জারি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো, কোথাও মানুষ দিশাহারা হয়ে দৌড়োচ্ছে, কোথাও ঘরের ভিতরের আসবাবপত্র কেঁপে পড়ছে। এক ভিডিওতে দেখা গেছে, একটি মাছ চাষের দোকানে কাচের অ্যাকোয়ারিয়ামগুলির পানি ভয়ঙ্করভাবে দুলছে।
ক’দিন আগেও ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে সমুদ্রতটে প্রায় ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, মাত্র দু’সপ্তাহ আগেই ফিলিপিন্সের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭২ জনের মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই ফের তীব্র কম্পনে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্রটি, আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ, প্রস্তুত প্রশাসন।