পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩৭

Pakistan: একজন বা দুজন নয়, এবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৭ জন। আজ রবিবার দেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই ৩৭ জনের। আসলে আজ…

Pakistan: একজন বা দুজন নয়, এবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৭ জন। আজ রবিবার দেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই ৩৭ জনের। আসলে আজ রবিবার দিনটি পাকিস্তানের (Pakistan) কাছে কালো দিনের তুলনায় কম কিছু নয়।

কারণ ভারতের এই প্রতিবেশী দেশটিতে দুটি বড় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পৃথক বাস দুর্ঘটনায় ১১ জন তীর্থযাত্রীসহ ৩৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, এদিন বেলুচিস্তান প্রদেশের মাকরান উপকূলীয় হাইওয়েতে ৭০ জন যাত্রী বহনকারী একটি বাস উল্টে গেলে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, এ দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। বাসটি শিয়া তীর্থযাত্রীদের ইরান থেকে পাঞ্জাব প্রদেশে নিয়ে যাচ্ছিল। মাকরান উপকূলীয় মহাসড়ক ৬৫৩ কিলোমিটার দীর্ঘ একটি জাতীয় মহাসড়ক যা সিন্ধু প্রদেশের করাচি থেকে পাকিস্তানের আরব সাগর উপকূলে বেলুচিস্তান প্রদেশের গোয়াদর পর্যন্ত বিস্তৃত। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় পড়া যাত্রীদের অধিকাংশই লাহোর বা গুজরানওয়ালার বাসিন্দা।

এর কয়েক ঘণ্টা পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে ২৬ জন নিহত ও তিনজন আহত হন। সূত্রের খবর, পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সাধনোতির ডেপুটি কমিশনার উমর ফারুক জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশু, মহিলা ও পুরুষ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, প্রশাসন ও উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এহেন দুর্ঘটনার জেরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।