Israel Hamas War: গাজা ঘিরে এক সপ্তাহের সংঘর্ষেই ১১ সাংবাদিক নিহত

জল-ঝড়-বৃষ্টি, সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই নিজের কর্মে এগিয়ে যান একজন সাংবাদিক! সে কার্গিল যুদ্ধ, পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ে রিপোর্টিং হোক বা ইজরায়েল-হামাস যুদ্ধক্ষেত্র, সাংবাদিকতার প্রতি আবেগকে রেখেই…

Israel Hamas War: গাজা ঘিরে এক সপ্তাহের সংঘর্ষেই ১১ সাংবাদিক নিহত

জল-ঝড়-বৃষ্টি, সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই নিজের কর্মে এগিয়ে যান একজন সাংবাদিক! সে কার্গিল যুদ্ধ, পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ে রিপোর্টিং হোক বা ইজরায়েল-হামাস যুদ্ধক্ষেত্র, সাংবাদিকতার প্রতি আবেগকে রেখেই এগিয়ে গিয়েছেন সাংবাদিকরা। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি এখন ইজরায়েল এবং গাজাতে। যুদ্ধ বিদ্ধস্তের বলি প্রায় ৩০০০ পেরিয়েছে। এর মধ্যে রয়েছেন ১১ জন সাংবাদিক।

সাংবাদিকদের সুরক্ষা কমিটির (Committee to Protect Journalists) এক রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে অন্তত ১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জন ফিলিস্তিনি, একজন লেবানিজ এবং একজন ইসরায়েলি। এছাড়াও একজন ইসরায়েলি সাংবাদিক নিখোঁজ এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। গত ৭ অক্টোবর থেকে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন ২০ জনের বেশি সাংবাদিক।

Advertisements

সাংবাদিকদের সুরক্ষা কমিটি গাজা বা কাছাকাছি সাংবাদিক নিহত, আহত এবং নিখোঁজদের সম্পর্কে তদন্ত করছে। শুক্রবার, কমিটির মতে, লেবাননে গোলাগুলির মধ্যে রয়টার্সের একজন ভিডিওগ্রাফার নিহত এবং কমপক্ষে ছয়জন সাংবাদিক আহত হয়েছেন।