100 Days of Ukraine war: যুদ্ধের ১০০ দিনে রাষ্ট্রসংঘ দিল মৃত্যুর ভয়াবহ হিসেব

ঠিক একশ দিন আগে একটু ফিরে যান পাঠক, সেদিন শীতল সকাল এই বাংলায়। ঘাসের ডগায় শিশির জমে ছিল। ভোরের আলোয় মাছরাঙা তীক্ষ্ণ নজরে জলের উপর…

100 Days of Russia-Ukraine war

ঠিক একশ দিন আগে একটু ফিরে যান পাঠক, সেদিন শীতল সকাল এই বাংলায়। ঘাসের ডগায় শিশির জমে ছিল। ভোরের আলোয় মাছরাঙা তীক্ষ্ণ নজরে জলের উপর থেকে ছোঁ মেরে তুলেছিল শিকার-খাদ্য। ফেব্রুয়ারির ২৪ তারিখ-সেদিনই নিস্তরঙ্গ বাংলাভূমিতে চাপা আতঙ্ক বিভিন্ন জেলার ঘরে ঘরে। বাড়ির লোক ফিরবে তো ? সুদূর ইউক্রেনে পড়তে যাওয়া, কর্মসূত্রে থাকা অনেকেই যেমন যখন পেরেছিলেন সাহায্য চেয়েছিলেন। ঠিক একশ দিনের মাথায় এই ছিল পরিস্থিতি। রাশিয়ার সেনাবাহিনী সামরিক অভিযান শুরু করছিল প্রতিবেশি ইউক্রেনে। (Ukraine War)

মস্কোর দুর্ভেদ্য হিমশীতল ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের নির্দেশ দিলেন। শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের মাটিতে আরও এক বৃহত্তম যুদ্ধ। দু পক্ষে ভাগ বিশ্ব। রুশ পক্ষ ও মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ।

এই যুদ্ধের পরিনতি কী? এখনও স্পষ্ট নয়। কারণ যুদ্ধ চলছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, যুদ্ধের কারণে ইউক্রেনে প্রতি ছয় জনের মধ্যে একজন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এমন ধরনের বাস্তুচ্যুত মানুষের মোট সংখ্যা ৭৭ লক্ষ। রাষ্ট্রসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে, ৬৮ লক্ষের বেশি মানুষ ভিনদেশে পালিয়ে গেছেন।

রাষ্ট্রসংঘ জানাচ্ছে, রাশিয়ার হামলা শুরুর পর থেকে এই একশ তম দিনে ইউক্রেনে ৯ হাজার ১৫১ নাগরিক হতাহত। রাষ্ট্রসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) সর্বশেষ পরিসংখ্যান, ইউক্রেনের যুদ্ধে অসমারিক নাগরিক নিহত হয়েছেন ৪ হাজার ১৬৯ জন। আহত হয়েছেন ৪ হাজার ৯৮২ জন। প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি বলে জানানো হয়েছে।

ইউক্রেনের ডনবাসের লুহানস্কের ৯০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বাকি ১০ শতাংশ আগামী দু সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে লড়াই করছে ইউক্রেন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমস্ত রুশ বিরোধী পক্ষের সাহায্য আসছে।একশ দিন পরেও যুদ্ধ চলেছে।