মিলন পণ্ডা, পটাশপুর: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার (Youth Arrested) করল পটাশপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম মনোরঞ্জন দাস। তার বাড়ি পটাশপুর থানার মির্জাপুর গ্রামে। শনিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ করেন কাঁথি আদালতের বিচারক। ধৃত যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দুপুর ১২ টা নাগাদ গ্রামের ১১ বছরের নাবালিকার বাথরুমে যায়। তখনই ওই যুবক নাবালিকার হাত ধরে টানাটানি করে। এমনকি কুপ্রস্তাব দেয় ও জড়িয়ে ধরে বলে অভিযোগ।
চিৎকার করে পরিবারে লোকেরা ছুঁটে এলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। এরপর নাবালিকার মা পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে বাড়ি থেকে গ্রেফতার করে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পটাশপুর থানায় এক পুলিশ আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷” স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্তের কঠোরতম শাস্তি৷