ভিন রাজ্য থেকে প্রশিক্ষণ নিয়ে ATM জলিয়াতি, গ্রেফতার যুবক

মিলন পণ্ডা, তমলুক: মুম্বাই থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাংলায় এটিএম জালিয়াতি (ATM fraud) করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হল উওর প্রদেশ রাজ্যের এক যুবক। পুলিশি…

মিলন পণ্ডা, তমলুক: মুম্বাই থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাংলায় এটিএম জালিয়াতি (ATM fraud) করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হল উওর প্রদেশ রাজ্যের এক যুবক। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এলে চাঞ্চল্যকর তথ্য। অভিনব উপায়ে কাজে লাগিয়ে মানুষকে বোঁকা বানিয়ে টাকা হাতাতে গিয়ে শেষ রক্ষা হল না।

Advertisements

শনিবার দুপুরে এদিন নন্দকুমার থানায় সাংবাদিক বৈঠক করেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার, নন্দকুমার থানার ওসি অমিত দেব সহ একাধিক পুলিশ আধিকারিকেরা। বিগত ৭  সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার পুলিশি তৎপরতায় গ্রেফতার হল উত্তর প্রদেশের ওই যুবক।

   

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক সালমান খান। তার বাড়ি উত্তর প্রদেশ রাজ্যের প্রতাপপুর জেলার বাসিন্দা। ধৃত সালমন পূর্ব মেদিনীপুরে বিয়ে করে হলদিয়া ভবানীপুরে এক আত্মীয়র বাড়িতে থাকত। শনিবার অভিযুক্তকে পুনরায় তমলুক জেলা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে জেল হাজতে নির্দেশ দেন।

শনিবার দুপুরে নন্দকুমার থানার সাংবাদিক বৈঠক করে তমলুক মহকুমা পুলিশ আধিকারীক আফজল আবরার, নন্দকুমার থানার ওসি অমিত দেব সহ একাধিক পুলিশ আধিকারিকেরা। তমলুক মহকুমা পুলিশ আধিকারীক আফজল আবরার বলেন, “কয়েক মাস ধরে এটিএমে আঁঠা লাগিয়ে চলে যাচ্ছে, প্রতারণার শিকার হতে পারেন। এমন অভিযোগ আসছিল। অভিযোগ আসার পরই আমরা নজরদারি চলচ্ছিল।’’

তাঁরা আরও বলেন, ‘‘গত ৭ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে এসবিআই ব্রাঞ্চের এটিএমে আঁঠা লাগানোর চেষ্টা করছিল। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা হয়। এটিএমে আঠা লাগিয়ে দেওয়ার পর, টাকা বের হত না। তারপরেই এটিএমে ভিতর ঢুকে টাকা বের করে পালিয়ে যেত। পুলিশে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওই যুবক এখনোও পর্যন্ত তিন জায়গায় এমন ঘটনা ঘটিয়েছে। মহিষাদলে এমন ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এরআগে বোম্বে এমন ঘটনা য়ুক্ত থাকা কথা স্বীকার করেছে৷”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিগত এক মাসের বেশি সময় ধরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে অভিনব উপায়ে এটিএমে আঁঠা লাগিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ অভিযোগ আসছিল। এমন অভিযোগ পেয়ে তৎপর ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন।

গত ৭ সেপ্টেম্বর নন্দকুমার হাইওয়ে পাশে এসবিআই এটিএমে এক যুবক একাধিকবার ঢুকছিল। গ্রাহকের সন্দেহ হয়। এদিকে নজরদারি চালাচ্ছিল নন্দকুমার থানার পুলিশ। এটিএমে আঠা লাগিয়ে দেয়। পুলিশ গাড়ি দেখতেই সেখান থেকে পালিয়ে যায় যুবক। কিছু ধাওয়া করে ওই যুবককে আটক করে নন্দকুমার থানার পুলিশ।

এরপর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। অসংগতি দেখা দিলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। তমলুক আদালত থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে নন্দকুমার থানার পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

উত্তরপ্রদেশ রাজ্যের প্রতাপপুরের বাসিন্দা সালমন খাঁন পেশায় গাড়ির চালক। কিন্ত মুম্বাই থেকে আঁঠা লাগিয়ে এটিএম অভিনব উপায় টাকা হাতানোর প্রশিক্ষণ নেয়। সেখানেও একটি জায়গায় এটিএম অভিনব উপায় এমন টাকা হাতায় ওই যুবক। এরপর পূর্ব মেদিনীপুর হলদিয়া ভবানীপুরে এক আত্মীয় বাড়িতে উঠে। স্থানীয় একটি মেয়েকে বিয়ে করে। গাড়ি চালানোর পাশাপাশি আঁঠা লাগিয়ে এটিএম থেকে টাকা হাতানোর কাজে য়ুক্ত হয়।