পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়া এলাকায় ধুন্দুমার কান্ড (BDO Office Protest)। রাস্তার বেহাল দশার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। এই শিবিরে বিডিও, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য আধিকারিকদের বিক্ষোভকারী মহিলারা তালাবন্ধ করে আটকে রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপের পর বিডিও পালিয়ে যান, যা এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।মাগুরিয়ার রাস্তার দুরবস্থা দীর্ঘদিনের সমস্যা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার এতটাই খারাপ অবস্থা যে সাধারণ যাতায়াত প্রায় অসম্ভব। গাড়ি তো দূরের কথা, অ্যাম্বুল্যান্সও গ্রামে ঢুকতে পারে না।
আমাদের পাড়া আমাদের সমাধান – বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান !!!
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাই দায়, জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে… pic.twitter.com/BqLY3ggQGM
— Suvendu Adhikari (@SuvenduWB) September 10, 2025
ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডুলির উপর নির্ভর করতে হয়। প্রসূতি মায়েদের জন্য এই সমস্যা আরও গুরুতর। বাসিন্দারা বারবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও কেবল মৌখিক আশ্বাস ছাড়া কোনো সমাধান পাননি।এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের আয়োজন করা হয়।
কিন্তু এই শিবির গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে। প্রায় শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে শিবিরে উপস্থিত হন এবং রাস্তার সংস্কার না হওয়ার কারণ জানতে চেয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের তীব্রতা এতটাই বেড়ে যায় যে উত্তেজিত জনতা বিডিও, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য আধিকারিকদের শিবিরের মধ্যে তালাবন্ধ করে আটকে রাখেন।
ঘটনার খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আটকে থাকা আধিকারিকদের উদ্ধার করে। কিন্তু বিডিও যখন শিবির থেকে বের হন, তখন বিক্ষোভকারী মহিলারা তাঁকে ঘিরে ধরে পুনরায় প্রশ্নবাণে জর্জরিত করেন। পরিস্থিতির উত্তেজনা থেকে বাঁচতে বিডিও পুলিশের সাহায্য নিয়ে দ্রুত গাড়িতে উঠে এলাকা ছেড়ে পালিয়ে যান।
এই ঘটনার সময় বিক্ষোভকারীরা তাঁর পিছু ধাওয়া করলেও শেষ পর্যন্ত তিনি গাড়িতে করে পালাতে সক্ষম হন।এই ঘটনা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নের দাবি কেবলই মুখের কথা। তাঁরা বলছেন, “আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি একটি ভাঁওতা।
গ্রামের রাস্তা সংস্কারের মতো মৌলিক সমস্যার সমাধান না করে সরকার কেবল ভোটের জন্য প্রচার চালাচ্ছে।” বিক্ষোভকারীদের মধ্যে একজন মহিলা বলেন, “আমাদের অসুস্থ মা-বোনদের ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। এটা কি উন্নয়ন? আমরা আর এই প্রতারণা সহ্য করব না।”
নেপাল ইস্যুতে কড়া অবস্থানে মমতা, রাতভর বৈঠক উত্তরকন্যায়
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি এখন ‘আমাদের পাড়া, তৃণমূল তাড়া’তে পরিণত হয়েছে। তিনি আরও বলেছেন “যখন স্থানীয় মানুষ সমস্যার কথা বলতে যায়, তখন আধিকারিকরা পালিয়ে যান। এটা কি সরকারের দায়িত্বশীলতা?”বিরোধী দলগুলো এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।