RG Kar Case: জুতো দেখেই জেলে গেলেন সন্দীপ!

সন্দীপ ঘোষকে ঘিরে এজলাসে মহিলা আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে আজ। আজ আলিপুরের বিশেষ আদালতে শুনানি ছিল সন্দীপ ঘোষ সহ বাকি ৪ জনের। সেই আদালত চত্বরে সন্দীপকে দেখেই ‘চোর চোর’ স্লোগান দিয়েছে তারা। ক্ষোভের আঁচ এতটাই বেড়েছে যে তাঁর উদ্দেশ্যে চটিও দেখিয়েছেন এক ব্যক্তি।

Advertisements

আদালতে শুনানির পরেই যখন সন্দীপ ঘোষকে বের করে আনা হয়, তখনই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদালতের ভেতরে এবং বাইরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যা সামলাতে কার্যত হিমশিম খায় পুলিশ। এজলাসের দরজায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখতে থাকে মহিলা আইনজীবিরা।

   

RG Kar Case: ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ

Advertisements

এক মহিলা আইনজীবী প্রশ্ন করেন, ‘একজন অপরাধী এতো নিরাপত্তা পায় কী করে?” এই অবস্থায় নাকি পুলিশ মহিলা আইনজীবীদের সরিয়েও দেয়। আপাতত তাদের পক্ষ থেকে এমনই অভিযোগ উঠে এসেছে।