ডেবরা: ফের রাজ্যে গণধর্ষণ৷ এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা৷ গাড়ির মধ্যে ধর্ষণ করা হল এক যুবতীকে৷ যা উস্কে দিল ওয়েব সিরিজ ‘বোধন’-এর স্মৃতি৷ তবে এবার রিল নয়, কঠিন বাস্তব৷ কাজ পাইয়ে দেওয়ার নাম করে ডেবরায় নিয়ে আসা হয়েছিল হুগলির ওই যুবতীকে৷ তারপর ডেবরা ব্লকের আষাড়ী-রাধামোহনপুর রাজ্য সড়কের পলাশী এলাকায় গাড়ির ভিতরে তিনজন যুবক মিলে ধর্ষণ করে তাঁকে৷ ওই তরুণী ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়৷ ডেবরার বাড়াগড় এলাকা থেকে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ৷ (woman physically asulted by three men)
গতকাল, অর্থাৎ শুক্রবার রাতে ডেবরার বাড়াগড় এলাকায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়৷ বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন৷ অভিযুক্তদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবেন। টি আই প্যারেডের জন্য অভিযুক্তদের পরিচয় গোপন রেখেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই যুবতীর কাছে একটি ফোন আসে৷ তাঁকে ডেবরার ডেকে পাঠান তিন যুবক। অভিযোগ, তাঁকে কাজের সুযোগ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়৷ নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর ওই যুবতীকে জোর করে গাড়িতে তোলেন তিন যুবক। এরপর চলন্ত গাড়ির মধ্যেই তিন বন্ধু মিলে ওই যুবতীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পর কোনও ভাবে পালিয়ে ডেবরা থানায় আসেন নির্যাতিতা। তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷
অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে ডেবরা থানার পুলিশ। পুলিশি তৎপরতায় ডেবরা থেকেই হাতেনাতে ধরে ওই তিন যুবককে৷ শনিবার তাদের আদালতে তোলা হয়৷