আমডাঙা: উত্তর ২৪ পরগনার আমডাঙায় দত্তপুকুরের ছায়া৷ চাষের জমি থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকায় একটি ফাঁকা চাষের জমি থেকে মহিলার আধপোড়া দেহটি উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিশ। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে অন্যত্র খুন করে এখানে দেহ ফেলে গিয়েছে দুষ্কৃতীরা। পরিচয় লোকাতে মৃতদেহ পোড়ানো হয়েছে বলেও অনুমান৷ (woman half burn body found at amdanga)
বুধবার সকালে মাঠে যাওয়ার সময় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। সামনে গিয়ে তাঁরে দেখেন, ওই মহিলার শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গিয়েছে৷। নিম্নাঙ্গ ও পেটের চারপাশে ছাড়ও শরীরের ঊর্ধ্বাঙ্গেও কিছুটা পোড়া রয়েছে। হাতে শাখা পলা ও কপালে সিঁদুর দেখে বোধা গিয়েছে ওই মহিলা বিবাহিত। এই অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে এলাকায় হইচই পড়ে যায়৷ তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। বিশাল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ ঘটনাস্থলে নিয়ে আসা হয় ডগস্কোয়াডও৷
ফিরল দত্তপুকুরের স্মৃতি woman half burn body found at amdanga
কিছুদিন আগে দত্তপুকুরে এমনই এক নৃশংস ঘটনা ঘটেছিল৷ উদ্ধার হয়েছিল মুণ্ডহীন দেহ৷ বেশ কয়েক দিন লেগে গিয়েছিল মৃতের পরিচয় খুঁজে বার করতে। আমডাঙার ঘটনায় উদ্ধার পোড়া দেহ থেকেও মৃতার পরিচয় জানতেও যে সময় লাগবে তা বোঝাই যাচ্ছে৷