বিপর্যস্ত সিকিমে নতুন করে আতঙ্ক! আরও অসহায় আটকে থাকা পর্যটকরা

শঙ্কর দাস, বালুরঘাট : পাঁচ দিন পেরিয়ে গেলেও সিকিমে আটকে রয়েছেন পর্যটকরা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে হেলিকোপটার ব্যবহার করতে পারছে না এনডিআরএফ ও সিকিম সরকার।…

with more rains in sikkim the condition of tourists is more helpless

শঙ্কর দাস, বালুরঘাট : পাঁচ দিন পেরিয়ে গেলেও সিকিমে আটকে রয়েছেন পর্যটকরা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে হেলিকোপটার ব্যবহার করতে পারছে না এনডিআরএফ ও সিকিম সরকার। পাঁচদিন ধরে আটকে থাকার পর নতুন করে আতঙ্কের পড়েছেন পর্যটকরা। কারণ আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ দিকে আটকে থাকা অসহায় পর্যটকদের উদ্ধারের ব্যাপারে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব ভারত বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

   

গত ১৩ জুন অতিবৃষ্টিতে সিকিমের লাচুংয়ের কাছে ব্রিজ ভেঙে বহু পর্যটক সেখানে আটকে রয়েছেন। যাঁদের মধ্যে দক্ষিণ দিনাজপুর তথা বাংলা সহ দেশের অন্যান্য এলাকারও পর্যটকরা রয়েছেন। ব্রিজ ভেঙে সিকিমের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে ইউমথাংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন পর্যটকরা। মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়া ভাল হওয়ার কোনও লক্ষণ না দেখতে পেয়ে অনেকেই হাঁটা পথে বিপদগ্রস্ত এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে তুমুল ক্ষোভ বিজেপিতে! উঠছে প্রার্থী বদলের দাবি

আটকে পড়া পর্যটকদের মধ্যে থাকা শর্বরী মিত্র জানিয়েছেন গ্যাংটক থেকে গত ১২ জুন তাঁরা ইয়ুমথাং পৌঁছান। পরদিন ১৩ জুন সেখান থেকে ফেরার কথা ছিল। ওই প্রবল বৃষ্টিতে লাচুং এর ব্রিজ ভেঙে তাঁদের মত দেশের বিভিন্ন প্রান্তের হাজারেরও উপর পর্যটক সেখানে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। সম্পূর্ণ ভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই এলাকার। আইটিবিপির তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করলেও এখনও পর্যন্ত একজনকেও উদ্ধার করা সম্ভব হয়নি। রোজ বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে হেলিকোপটারও সেখানে পৌঁছতে পারছে না।

এরই মধ্যে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন যে, আগামী ২৪ ঘন্টায় যেকোনও মুহূর্তে প্রবল বর্ষণ শুরু হতে পারে। তাহলে অবস্থা আরও শোচনীয় হবে এই আশঙ্কায় তাঁর মত অনেকেই হাঁটা পথেই পরিবার সহ এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে উঃ পূর্ব ভারত উন্নয়ন বিভাগের মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন আটকে পড়া পর্যটকদের উদ্ধারে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানকার আবহাওয়া। যে কারণে সেখানে হেলিকপ্টার পৌঁছতে পারছে না। মঙ্গলবার সকালেও তিনি সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। আবহাওয়া সামান্যতম স্বাভাবিক হলেই হেলিকোপটারে বা বিকল্প কোনও উপায়ে প্রত্যেককে অন্তত গ্যাংটক পর্যন্ত ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।