Home West Bengal হু হু করে নামছে পারদ, আরও বাড়বে শীতের কামর

হু হু করে নামছে পারদ, আরও বাড়বে শীতের কামর

winter returns to west bengal
winter returns to west bengal

কলকাতা: রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়ল শীত৷ কলকাতা-সহ জেলায় জেলায় হু হু করে নামতে শুরু করেছে পারদ৷ এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন ছিল বৃহস্পতিবার৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷

Advertisements

 

   

শুক্রবারও একই রকম থাকবে শীতের কামর৷ সেই সঙ্গে সকালের দিকে বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যাবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কুয়াশা থাকায় দৃশ্যমানতে কম থাকবে৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ অন্যান্য জেলায় সকালের দিকে ঘন কুয়াশায় মোড়া থাকবে৷ যার জেরে বিমান ওঠা নামায় সমস্যা হতে পারে৷  যান চলাচলের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে৷ 

 

শীত প্রিয় মানুষরা জমিয়ে শীতের আমেজ গায়ে মাখতে শুরু করেছে৷ শুরু হয়ে গিয়েছে বনভোজন৷ ঘুরতে যাওয়ার প্ল্যানিংও সেরে ফেলেছেন অনেকে৷ হাওয়া অফিস জানিয়েছে, হাড় কাঁপানো শীত পড়তে চলেছে গোটা রাজ্যে৷ আগামী সপ্তাহে আকাশ মূলত পরিষ্কার থাকবে৷ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে। তবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে৷ পশ্চিমের জেলাগুলিতে হাড়ে কাঁপুনি ধরবে৷ 

 

শীত পড়েছে অন্যান্য রাজ্যেও৷ রীতিমতো কাঁপছে ভূসর্গ৷ দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুই দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে যাবে৷ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস৷ পুদুচেরিতে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ ১৩ ডিসেম্বর পুদুচেরি এবং কারাইকালে সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন পুদুচেরীর শিক্ষামন্ত্রী৷ একটানা বৃষ্টির কারণে স্থানীয় জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ জলজট এবং ট্রাফিক সমস্যাও নাগরিকদের জন্য বাড়তি বিপদ সৃষ্টি করছে।

 

 

 

Advertisements