কলকাতা: গোটা জানুয়ারি জুড়েই নিরাশ করেছে শীত৷ পৌষ ফুরিয়ে মাঘ পড়লেও জাঁকিয়ে পরেনি শীত৷ উল্টে বেড়েছে পারদ৷ তবে গতকাল ২৬ জানুয়ারি এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে শহরের তাপমাত্রা৷ সঙ্গে দেখা দিয়েছিল কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও খানিকটা পারদ পতন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট৷ তবে কি আরও একটা স্পেল দেখা যাবে শীতের? সে গুড়ে অবশ্য বালি৷ হাওয়া অফিস জানাচ্ছে এই সুখ স্থায়ী হবে না৷ বুধবার থেকে ফের চড়বে পারদ৷ (winter weather in West Bengal)
কবে থেকে বাড়বে তাপমাত্রা? winter weather in West Bengal
গত ২৪ ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই পারদ পতন হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। তবে মাত্র দু’দিনের শান্তি৷ বুধবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ৷ আগামী তিন দিনে গোটা রাজ্যেই ৩-৪ ডিগ্রে কমবে তাপমাত্রা৷
উত্তরে বৃষ্টি winter weather in West Bengal
উত্তরবঙ্গেও শীত বজায় থাকবে৷ সঙ্গে দেখা যাবে কুয়াশার দাপট৷ দাজিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলেও ইঙ্গিত হাওয়া অফিসের৷ আগামী তিনদিনে উত্তরবঙ্গেও ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে উত্তরেও ঘাঁটি গাড়তে পারবে না শীত৷ বুধবার থেকে উত্তরবঙ্গেও উর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা৷
শীতের ওঠানামার মঝেই সপ্তাহ জুড়ে থাকবে কুয়াশার দাপট৷ ৯ জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানা যাচ্ছে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস৷ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে৷ মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়৷ কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে৷
West Bengal: Winter disappoints in January. Temperature rises despite end of Poush. Sudden 3°C drop on Jan 26 with dense fog. Southern Bengal may see further temperature drop in 48 hours. Chill not expected to last.